Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৩তম বিসিএস
 
51. কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশী?
ক. খনির ভিতর
খ. পাহারের ভিতর
গ. মেরু অঞ্চলে
ঘ. বিষুব অঞ্চলে
উত্তরঃ
 
52. প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে মৃদু পানি পাওয়া যায়?
ক. সাগর
খ. হ্রদ
গ. নদী
ঘ. বৃষ্টি
উত্তরঃ
 
53. ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কী হিসেবে?
ক. বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
খ. মেমোরি চিপ হিসেবে
গ. চুম্বক ক্ষেত্র হিসেবে
ঘ. কার্বন ক্ষেত্র হিসেবে
উত্তরঃ
 
54. ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে?
ক. ০ ডিগ্রী
খ. ১০০ ডিগ্রী
গ. ৪ ডিগ্রী
ঘ. -৪০ ডিগ্রী
উত্তরঃ
 
55. অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রন কারী হরমন কোনটি?
ক. পেনিসিলিন
খ. ইনসুলিন
গ. ফোলিক এসিড
ঘ. এমিনো এসিড
উত্তরঃ
 

56. টেস্টিং সল্ট এর রাসয়নিক নাম কোনটি?
ক. সোডিয়াম বাইকার্বনেট
খ. মোনসোডিয়াম গ্লুটামেট
গ. পটাসিয়াম বাইকার্বনেট
ঘ. সোডিয়াম মনোগ্লুটামেট
উত্তরঃ
 
57. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
ক. তরল পদার্থ
খ. বায়বীয় পদার্থ
গ. কঠিন পদার্থ
ঘ. নরম পদার্থ
উত্তরঃ
 
58. পরমানুর নিউক্লিয়াসে কি কি থাকে?
ক. নিউট্রন ও প্রোটন
খ. ইলেক্ট্রন ও প্রোটন
গ. নিউটন ও পজিটন
ঘ. ইলেকট্রোন ও পজিটন
উত্তরঃ
 
59. মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন?
ক. মাটির পাত্র পানি হতে তাপ শোষন করেয্য করে
খ. মাটির পাত্র পানি হতে তাপ শোষন করে
গ. মাটির পাত্র ভাল তাপ পরিবাহী
ঘ. মাটির পাত্র তাপ কুপরিবাহী
উত্তরঃ
 
60. আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
ক. মেঘ উত্তম তাপ পরিবাহক
খ. সূর্যালোকের অতিবেগুনী রশ্মিন প্রভাবে মেঘ তাপ উৎপন্ন করে
গ. বর্জপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে
ঘ. মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ন তাপকে উপরে যেতে বাধা দেয় বলে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question