Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৩তম বিসিএস
 
21. সমার্থক শব্দ গুচ্ছ শনাক্ত করুন-
ক. দীর্ঘিকা-নদী-প্রনালী
খ. শৈবলিনী-তরঙ্গনী-সরিৎ
গ. গাং-তটিনী-অর্নব
ঘ. স্রোতস্বিনী-নির্ঝরিনী-সিন্ধু
উত্তরঃ
 
22. শুদ্ধ বানানের শব্দ গুচ্ছ সনাক্ত করুন-
ক. ভবিষ্যত-ভৌগলিক-যক্ষ্মা
খ. যশলাভ-সদ্যোজাত-সম্বর্ধনা
গ. স্বায়ত্তশাসন-আভ্যান্তর-জন্মবাষির্ক
ঘ. ঐক্যতান-কেবলমাত্র-উপরোক্ত
উত্তরঃ
 
23. 'প্রাতরাশ’ এর সন্ধি-
ক. প্রাত+রাশ
খ. প্রাতঃ+রাশ
গ. প্রাতঃ+আশ
ঘ. প্রাত+আশ
উত্তরঃ
 
24. যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুন, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতি গত অবস্থা বোঝায়, তাকে বলা হয়-
ক. ক্রিয়াবাচক বিশেষ্য
খ. ক্রিয়াবিশেষণ
গ. ক্রিয়াবিশেষ্যজাত বিশেষণ
ঘ. ক্রিয়াবিভক্তি
উত্তরঃ
 
25. 'রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ-
ক. কাল্পনিক জন্তু
খ. গোমরামুখো লোক
গ. মুরগী
ঘ. পুরাণোক্ত পাখি
উত্তরঃ
 

26. নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি ?
ক. ডিসেম্বর ১৬, ১৯৭১
খ. ২৬ মার্চ, ১৯৭১
গ. ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ১৯৫২
ঘ. পয়লা বৈশাখ, চৌদ্দশো সাত
উত্তরঃ
 
27. ‘বামেতর’ শব্দটির অর্থ-
ক. বামচোখ
খ. ডান
গ. ইতর
ঘ. বাম দিক
উত্তরঃ
 
28. প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকোলন করেছেন-
ক. অশোক মুখোপাধ্যায়
খ. জগন্নাথ চক্রবর্তী
গ. মুহম্মাদ হাবিবুর রহমান
ঘ. মুহম্মাদ শহীদুল্লাহ
উত্তরঃ
 
29. 'নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ কি-
ক. তীরে পৌছার ঝক্কি
খ. সঞ্চয়ের প্রবৃত্তি
গ. মুমূর্ষু অবস্থা
ঘ. আসন্ন বিপদ
উত্তরঃ
 
30. যে সমাসের ব্যাস বাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-
ক. দ্বন্ধ সমাস
খ. কর্মধারয় সমাস
গ. অব্যয়ীভাব সমাস
ঘ. নিত্য সমাস
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question