Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৩তম বিসিএস
 
11. চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
ক. চন্ডীমঙ্গল
খ. মনসামঙ্গল
গ. ধর্মমঙ্গল
ঘ. অন্নদামঙ্গল
উত্তরঃ
 
12. 'ইউসুফ জোলেখা’ প্রনয় কাব্য অনুবাদ করেছেন-
ক. দৌলত উজির বাহরাম খান
খ. মাগন ঠাকুর
গ. আলাওল
ঘ. শাহ মুহাম্মদ সগীর
উত্তরঃ
 
13. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ?
ক. মার্চেন্ট অব ভেনিস
খ. কমেডি অব এররস্
গ. অ্যা মিমডসামার নাইটস ড্রিম
ঘ. টেমিং অব দ্য শ্রু
উত্তরঃ
 
14. কখনো উপন্যাস লেখেননি?
ক. কাজী নজরুল ইসলাম
খ. জীবনানন্দ দাশ
গ. সুধীন্দ্রনাথ দত্ত
ঘ. বুদ্ধ দেব বসু
উত্তরঃ
 
15. দুধেভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িত?
ক. শওকত ওসমান
খ. জ্যোতিপ্রকাশ দত্ত
গ. আখতারুজ্জামান ইলিয়াস
ঘ. হাসান আজিজুল হক
উত্তরঃ
 

16. রোহিনী-বিনোদিনী-কিরনময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?
ক. বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
খ. কৃষ্ঞকান্তের উয়িল-যোগাযোগ-পথের দাবি
গ. দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
ঘ. কৃষ্ঞকান্তের উয়িল-চোখের বালি-চরিত্রহীন
উত্তরঃ
 
17. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’- এই প্রাথনাটি করেছে?
ক. ভাঁড় দত্ত
খ. চাঁদ সওদাগর
গ. ঈশ্বরী পাটনী
ঘ. নলকুবের
উত্তরঃ
 
18. 'হ্ম’-এর বিশিষ্ট রুপ কোনটি?
ক. ক+ষ
খ. ক+ষ+ণ
গ. ক+ষ+ম
ঘ. হ্+ম
উত্তরঃ
 
19. নারীকে সম্মোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে-
ক. কল্যাণীয়েষু
খ. সুচরিতেষু
গ. শ্রদ্ধাস্পদাসু
ঘ. প্রীতিভাজনেসষু
উত্তরঃ
 
20. 'পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
ক. হিন্দি
খ. উর্দু
গ. পর্তুগিজ
ঘ. গ্রীক
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question