Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৩তম বিসিএস
 
1. ৭২ কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রন A এর ১৭ ভাগ, B এর ৩ ভাগ এবং C এর ৪ ভাগ দ্বারা গঠিত। মিশ্রনে B কতটুকু আছে?
ক. ৯ কেজি
খ. ১২ কেজি
গ. ১৭ কেজি
ঘ. ৫১ কেজি
উত্তরঃ
 
2. একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘন্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমনে প্রতি ঘন্টার গড় বেগ কত?
ক.
খ.
গ.
ঘ.
উত্তরঃ
 
3. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভুমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
ক. ২৪
খ. ৩৬
গ. ৪৮
ঘ. ৫০
উত্তরঃ
 
4. ২০ সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল হতে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাগে নির্বাচন করা যাবে?
ক. ২০
খ. ১৯০
গ. ৩৮০
ঘ. ৭৬০
উত্তরঃ
 
5. কোন সমান্তর প্রগামনে প্রথম দুইটি সংখ্যা যদি ৫ ও ১৭ হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত?
ক. ২২
খ. ২৫
গ. ২৯
ঘ. ৮৫
উত্তরঃ
 

6. ১,২,৩,৫,৮,১৩,২১,৩৪,............ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
ক. ৫৫
খ. ৪০
গ. ৬৮
ঘ. ৮৯
উত্তরঃ
 
7. 1/2 এর শতকরা কত 3/4 হবে?
ক. ১২০%
খ. ১২৫%
গ. ১৪০%
ঘ. ১৫০%
উত্তরঃ
 
8. M সংখ্যার গড় A এবং N সংখ্যার গড় B. সবগুলি সংখ্যার গড় কত?
ক. A+B2
খ. AM+BN2
গ. AM+BNM+N
ঘ. AM+BNA+B
উত্তরঃ
 
9. যদি তৈলের দাম ২৫% বৃদ্ধি পায় তবে তৈলের ব্যবহার শতকরা কত কমালে, তৈল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
ক. ২০%
খ. ১৬%
গ. ১১%
ঘ. ৯%
উত্তরঃ
 
10. কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজীতে এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে।কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে।যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ঐ স্কুলে কত জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
ক. ৪০০ জন
খ. ৫০০ জন
গ. ৫৬০ জন
ঘ. ৬০০ জন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question