Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২২তম বিসিএস
 
81. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?
ক. দীনেশচন্দ্র সেনগুপ্ত
খ. সুনীতিকুমার চট্টপাধ্যয়
গ. মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ. সুকুমার সেন
উত্তরঃ
 
82. ভাষা প্রকাশ বাংলা ব্যাকরন’ কে রচনা করেন?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. সুনিতিকুমার চট্টোপাধ্যয়
গ. মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ. মুহাম্মদ এনামুল হক
উত্তরঃ
 
83. পদাবলী’র প্রথম কবি কে?
ক. চন্ডীদাশ
খ. শ্রীচৈতন্য
গ. বিদ্যাপতি
ঘ. ঞ্জান দাশ
উত্তরঃ
 
84. দোভাষী পুঁথি বলতে কি বুঝায়?
ক. দুই ভাষায় রচিত পুথি
খ. কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
গ. তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি
ঘ. আঞ্চলিক ভাষায় রচিত পুঁথি
উত্তরঃ
 
85. 'সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সতেন্দ্রনাথ দত্ত
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. জসীম উদ্দীন
উত্তরঃ
 

86. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
ক. চোখেল বালি
খ. বলাকা
গ. ঘরে-বাইরে
ঘ. রক্তকবরী
উত্তরঃ
 
87. কোন কবিতা রচনার কারনে নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল?
ক. বিদ্রোহী
খ. আনন্দময়ীর আগমনে
গ. কান্ডারী হুঁশিয়ার
ঘ. অগ্রপথিক
উত্তরঃ
 
88. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
ক. বাউন্ডুলের আত্নকাহিনী
খ. মুক্তি
গ. হেবা
ঘ. বিদ্রোহী
উত্তরঃ
 
89. সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. মোহাম্মদ নাসির উদ্দিন
খ. আবুল কালাম শামসুদ্দিন
গ. কাজী আব্দুল ওদুদ
ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ
 
90. সাত সাগরের মাঝি কাব্য গ্রন্থটির কবি কে?
ক. ফররুখ আহমদ
খ. আহসান হাবীব
গ. শামসুর রহমান
ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question