Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২২তম বিসিএস
 
31. নিউট্রন আবিষ্কার করেন-
ক. কিউরী
খ. রাদারফোর্ড
গ. চ্যাডউইক
ঘ. চ্যাডউইক
উত্তরঃ
 
32. যে সব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের কে বলা হয়-
ক. আইসোটোপ
খ. আইসোমার
গ. আইসোটোন
ঘ. আইসোবার
উত্তরঃ
 
33. উড়োজাহাজের গতি নির্নায়ক যন্ত্র -
ক. ক্রোনমিটার
খ. ট্যাকোমিটার
গ. ক্রোনমিটার
ঘ. ক্রোনমিটার
উত্তরঃ
 
34. ভূমিকম্প নির্নায়ক যন্ত্র-
ক. ব্যারোমিটার
খ. সেক্সট্যান্ট
গ. সিসমোগ্রাফ
ঘ. ম্যানোমিটার
উত্তরঃ
 
35. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়-
ক. গামা
খ. বিটা
গ. রঞ্জন
ঘ. কসমিক
উত্তরঃ
 

36. সূর্যে শক্তি উৎপন্ন হয়-
ক. পরমানুর ফিশন পদ্ধতিতে
খ. পরমানুর ফিউশন পদ্ধতিতে
গ. রাসয়নিক বিক্রিয়ার ফলে
ঘ. তেজস্ক্রিয়তার ফলে
উত্তরঃ
 
37. ডেঙ্গু জ্বরের বাহক
ক. এডিস
খ. এনোফিলিস
গ. কিউলেক্স
ঘ. সকল ধরনের মশা
উত্তরঃ
 
38. পেনিসিলিয়াম আবিস্কার করেন -
ক. রবার্ট হুক
খ. টমাস এডিসন
গ. আলেকজান্ডার ফ্লেমিং
ঘ. জেমস ওয়াট
উত্তরঃ
 
39. গ্রীন হাউজ প্রতিক্রিয়া এ দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে-
ক. সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে
খ. বৃষ্টিপাতের পরিমান কমে যেতে পারে
গ. নদ নদীর পানি কমে যেতে পারে
ঘ. ওজন স্তরের ক্ষতি নাও হতে পারে
উত্তরঃ
 
40. আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন। কারণ-
ক. গাছপালা পরিবেশের ভারসাম্য নষ্ট করে
খ. গাছ পালা O2 ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে
গ. দেশের অর্থনৈতির উন্নয়নে কোন অবদান নেই
ঘ. ঝড় ও বন্যার আশঙ্কা বাড়িয়ে দেয়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question