Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২১তম বিসিএস
 
71. কোনটি অনুজ্ঞা?
ক. তুমি গিয়েছিলে
খ. তুমি যাও
গ. তুমি যাচ্ছিলে
ঘ. তুমি যাচ্ছ
উত্তরঃ
 
72. যত বড় মুখ তত বড় কথা’ -এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে?
ক. অনুভূতি
খ. গালি
গ. প্রতঙ্গ
ঘ. শক্তি
উত্তরঃ
 
73. কোন বানান টি শুদ্ধ?
ক. মুমুর্ষু
খ. মুমূর্ষু
গ. মূমুর্ষূ
ঘ. মূমূর্ষূ
উত্তরঃ
 
74. বিরাগী’ শব্দের অর্থ কি?
ক. উদাসীন
খ. প্রতিকূল
গ. রাগহীন
ঘ. বিশেষ ভাবে রুষ্ট
উত্তরঃ
 
75. ব্রজবুলি’ বলতে কি বুঝায়?
ক. ব্রজধামে কথিত ভাষা
খ. এক রকম কৃত্রিম কবিভাষা
গ. বাংলা ও হিন্দির যোগফল
ঘ. মৈথলি ভাষার একটি উপভাষা
উত্তরঃ
 

76. সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’-কে বলেছেন?
ক. রামকৃষ্ণ পরমহংস
খ. বিদ্যাপতি
গ. চন্ডীদাস
ঘ. বিবেকান্দ
উত্তরঃ
 
77. কোনটি রবীন্দ্রনাথের রচনা?
ক. চতুরঙ্গ
খ. চতুষ্কোন
গ. চতুর্দশী
ঘ. চতুষ্পাঠী
উত্তরঃ
 
78. কোনটি কাব্যগ্রন্থ?
ক. কবিতা
খ. কাব্য পরিক্রমা
গ. কয়েকটি কবিতা
ঘ. বাঙলার কাব্য
উত্তরঃ
 
79. কোনটি নাটক?
ক. কর্তায় ইচ্ছায় কর্ম
খ. গড্ডলিকা
গ. পল্লীসমাজ
ঘ. সাজাহান
উত্তরঃ
 
80. আবোল- তাবোল’ কার লেখা?
ক. উপেন্দ্র কিশোর রায় চৌধুরী
খ. দক্ষিনারঞ্জন মিত্র মজুমদার
গ. সুকুমার রায়
ঘ. সত্যজিৎ রায়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question