Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২১তম বিসিএস
 
61. বাংলা ভাষার ইতিবৃত্ত’কার রচনা?
ক. মুহাম্মাদ শহীদুল্লাহ
খ. মুহাম্মাদ আব্দুল হাই
গ. মুনীর চৌধুরী
ঘ. কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যয়
উত্তরঃ
 
62. প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
ক. দেবেন্দ্রনাথ ঠাকুর
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রামমোহন রায়
ঘ. কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যয়
উত্তরঃ
 
63. চতুর্দশপদী কবিতাবলী কার রচনা?
ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যয়
খ. নবীন চন্দ্র বন্দ্যোপাধ্যয়
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যয়
উত্তরঃ
 
64. কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ?
ক. বিষের বাঁশী
খ. বন্দীর বন্দনা
গ. সন্দীপের চর
ঘ. রূপসী বাংলা
উত্তরঃ
 
65. কবর’নাটক কার রচনা?
ক. শহীদুল্লা কায়সার
খ. মুনীর চৌধুরী
গ. জহির রায়হান
ঘ. সত্যেন সেন
উত্তরঃ
 

66. চাঁদের হাট’- অর্থ কি?
ক. বন্ধুদের সমাগম
খ. আত্নীয় সমাগম
গ. প্রিয়জন সমাগম
ঘ. আনন্দের প্রাচুয্য
উত্তরঃ
 
67. কোন বানানটি শুদ্ধ?
ক. সূচিষ্মিতা
খ. সূচিস্মিতা
গ. সুচীস্মিতা
ঘ. শুচিস্মিতা
উত্তরঃ
 
68. কর্মে যাহার ক্লান্তি নেই’ এই বাক্যংশের সংক্ষিপ্ত রূপ কি?
ক. ক্লান্তিহীন
খ. অক্লান্ত
গ. অক্লান্ত কর্মী
ঘ. অবিশ্রাম
উত্তরঃ
 
69. ণত্ব বিধান সাধারনত কোন শব্দে প্রযোজ্য?
ক. দেশী
খ. বিদেশী
গ. তদ্ভব
ঘ. তৎসম
উত্তরঃ
 
70. ক্রিয়াপদ-
ক. সব সময়ে বাক্যে থাকবে?
খ. কখনো কখনো বাক্যে উহ্য থাকবে
গ. শুধু অতীত কাল বুঝাতে বাক্যে ব্যবহৃত হবে
ঘ. আসলে বিশ্লেষন থেকে অভিন্ন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question