Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২১তম বিসিএস
 
21. ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি হয় কোথায় স্বাক্ষরিত হয়?
ক. নয়াদিল্লী
খ. ঢাকা
গ. কোলকাতা
ঘ. দারজেলিং
উত্তরঃ
 
22. পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?
ক. গোয়ালন্দ
খ. সিরাজগঞ্জ
গ. চাঁদপুর
ঘ. ভোলা
উত্তরঃ
 
23. বাংলাদেশ প্রথম গ্যাস উত্তোলন শুরু করে কত সালে?
ক. ১৯৫৭
খ. ১৯৫৫
গ. ১৯৬৭
ঘ. ১৯৭২
উত্তরঃ
 
24. লালসালু উপন্যাসের লেখক কে?
ক. মুনির চৌধুরী
খ. সৈয়দ ওয়ালী উল্লাহ
গ. শরৎচন্দ্র
ঘ. সৈয়দ আহমদ শহীদ
উত্তরঃ
 
25. বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের প্রবক্তা কে?
ক. হাজী শরীয়তউল্লাহ
খ. দুদু মিয়া
গ. তিতুমির
ঘ. সৈয়দ আহমেদ
উত্তরঃ
 

26. বর্তমানে বাংলাদেশের গড়পড়তা মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
ক. ১২৩৩
খ. ১৪৬৬
গ. ৩০০
ঘ. ২৩১
উত্তরঃ
 
27. ঐতিহাসিক ২১ দফা আন্দোলনের প্রথম দফা কী ছিল?
ক. প্রাদেশিক স্বায়ত্তশাসন
খ. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দান
গ. পূর্ববাংলার প্রতি অর্থনৈতিক বৈষম্য বন্ধকরণ
ঘ. বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদকরণ
উত্তরঃ
 
28. বাংলাদেশের সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হয় কোন খাত থেকে?
ক. তৈরি পোশাক
খ. চা
গ. চিংড়ি মাছ
ঘ. পাট
উত্তরঃ
 
29. সার্কভূক্ত দেশগুলোর মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশ?
ক. মালদ্বীপ
খ. বাংলাদেশ
গ. ভারত
ঘ. ভুটান
উত্তরঃ
 
30. OPEC ভুক্ত দেশ কয়টি?
ক. ১০
খ. ১৪
গ. ১২
ঘ. ১৩
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question