Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২১তম বিসিএস
 
1. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে?
ক. ১৮০ ডিগ্রি
খ. ৩৬০ ডিগ্রি
গ. ২৭০ ডিগ্রি
ঘ. ৫৪০ ডিগ্রি
উত্তরঃ
 
2. কোন ক্লাশে ৩০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে,এবং ১৪ জন ক্রিকেট খেলে । এবং ৫ জন কিছুই খেলে না। কত জন উভয়ই খেলে?
ক.
খ.
গ.
ঘ.
উত্তরঃ
 
3. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১। কি পরিমান সোনা মিশালে অনুপাত ৪:১ হয়?
ক. ৮ গ্রাম
খ. ৬ গ্রাম
গ. ৩ গ্রাম
ঘ. ৪ গ্রাম
উত্তরঃ
 
4. ১,০০০ টাকা ক ও খ ১:৪ অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২:১:১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?
ক. ১০০ টাকা
খ. ৪০০ টাকা
গ. ২০০ টাকা
ঘ. ৮০০ টাকা
উত্তরঃ
 
5. ৯৯৯৯৯৯-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে ২,৩,৪,৫,এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
ক. ২১
খ. ৩৯
গ. ৩৩
ঘ. ২৯
উত্তরঃ
 

6. একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়,খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায় কুকুর ৩ লাফে তত দূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?
ক. ১৫:১৬
খ. ১৬:১৫
গ. ২০:১২
ঘ. ১২:২০
উত্তরঃ
 
7. এক দোকারদার ১১০ টাকা কেজি কিছু চায়ের সাঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুন পরিমান চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দরে বিক্রি করে মোট ২০০০ টাকা লাভ করলো । দোকানদার দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল?
ক. ১০০ কেজি
খ. ৮০ কেজি
গ. ৫০ কেজি
ঘ. ৬০ কেজি
উত্তরঃ
 
8. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল এ সরল রেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুন?
ক. ১৬
খ.
গ.
ঘ.
উত্তরঃ
 
9. ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দু’ জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কত দিন বেশি লাগবে?
ক. ৩৩(১/৩)%
খ. ৫০%
গ. ৬৬(২/৩)%
ঘ. ২৫%
উত্তরঃ
 
10. একজন চাকরীজীবির বেতনের 1/10 অংশ কাপড় ক্রয়ে, 1/3 অংশ খাদ্য ক্রয়ে এবং 1/5 অংশ বাসা ভাড়ায় ব্যয় হয় । তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?
ক. ৩৬(১/৩)%
খ. ৩৭(২/৩)%
গ. ৪২(১/৩)%
ঘ. ৪৬(২/৩)%
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question