Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২০তম বিসিএস
 
81. 'পদ' বলতে কি বোঝায়?
ক. প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু
খ. বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু
গ. কবিতার চরণ
ঘ. যে কোন শব্দ
উত্তরঃ
 
82. কোন বানাটি শুদ্ধ?
ক. সুশ্রুষা
খ. শুশ্রূষা
গ. সুশ্রুসা
ঘ. শুশ্রুষা
উত্তরঃ
 
83. ‘ঠোঁট-কাটা’ বলতে কী বোঝায়?
ক. স্পষ্টভাষী
খ. মিথ্যাবাদী
গ. অহংকারী
ঘ. পক্ষপাতদুষ্ট
উত্তরঃ
 
84. ‘বিষাদ সিন্ধু’ কার রচনা?
ক. কায়কোবাদ
খ. মীর মশাররফ হোসেন
গ. ইসমাইল হোসেন সিরাজী
ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ
 
85. কোনটি কাব্যগ্রন্থ?
ক. শেষ প্রশ্ন
খ. শেষের কবিতা
গ. শেষ লেখা
ঘ. শেষের পরিচয়
উত্তরঃ
 

86. নজরুল ইসলামের প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি?
ক. অগ্নিবীণা
খ. রাজবন্দীর জবানবন্দী
গ. ব্যথার দান
ঘ. নবযুগ
উত্তরঃ
 
87. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
ক. আগুণের পরশমণি
খ. একাত্তরের দিনগুলো
গ. চিলেকোঠার সেপাই
ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তরঃ
 
88. কোনটি শামসুর রাহমানের রচনা?
ক. নির্বাণ
খ. নিরালোক দিব্যরথ
গ. নিরন্তর ঘণ্টাধ্বনি
ঘ. নির্জন স্বাক্ষর
উত্তরঃ
 
89. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’ ‒ এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?
ক. বাক্যালঙ্কার শব্দ
খ. ধ্বন্যাত্মক শব্দ
গ. অবস্থাবাচক শব্দ
ঘ. দ্বিরুক্ত শব্দ
উত্তরঃ
 
90. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. সিংহাসন
খ. ভাই-বোন
গ. কানাকানি
ঘ. গাছপাকা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question