Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২০তম বিসিএস
 
71. বার্ষিক 9/2% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
ক. ৪৫৮ টাকা
খ. ৬৫০ টাকা
গ. ৭০০ টাকা
ঘ. ৭২৫ টাকা
উত্তরঃ
 
72. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
ক. ৫৬ এবং ১৪ বছর
খ. ৩২ এবং ৮ বছর
গ. ৩৬ এবং ৯ বছর
ঘ. ৪০ এবং ১০ বছর
উত্তরঃ
 
73. দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা আট মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
ক. ১৮ মিঃ এবং ১২ মিঃ
খ. ২৪ মিঃ এবং ১২ মিঃ
গ. ১৫ মিঃ এবং ১২ মিঃ
ঘ. ১০ মিঃ এবং ১৫ মিঃ
উত্তরঃ
 
74. xy এর সাথে কত যোগ করলে যোগফল 2yx হবে?
ক. 2y2-x2xy
খ. x2-2y2xy
গ. x2+2y2xy
ঘ. x2-y2xy
উত্তরঃ
 
75. x2 + y2 = 8 এবং xy = 7 হলে (x + y)^2 এর মান কত?
ক. 14
খ. 16
গ. 22
ঘ. 30
উত্তরঃ
 

76. ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিঃ মিঃ। ঢাকা থেকে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে গিয়ে বিকেল ৩ টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতি ঘণ্টায় কত ছিল?
ক. ২৪.৫ কি: মিঃ
খ. ৩৭.৫ কি: মিঃ
গ. ৪২.০ কি: মিঃ
ঘ. ৪৫.০ কি: মিঃ
উত্তরঃ
 
77. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিঃ এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মিঃ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক. ৪২ বঃ মিঃ
খ. ৩৬ বঃ মিঃ
গ. ৪৮ বঃ মিঃ
ঘ. ৫০ বঃ মিঃ
উত্তরঃ
 
78. দুইটি সংখ্যার অনুপাত ৫ ∶ ৮, উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?
ক. ১২ ও ১৮
খ. ১০ ও ১৬
গ. ১০ ও ২৪
ঘ. ৭ ও ১১
উত্তরঃ
 
79. একটি সরলরেখার উপর অংকিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অংকিত বর্গের কত গুণ?
ক. দ্বিগুণ
খ. পাঁচগিনের
গ. তিনগুণ
ঘ. চারগুণ
উত্তরঃ
 
80. X ও Yএর মানের গড় ৯ এবং Z এর মান ১২ হলে, X , Y, ও Z এর মানের গড় কত হবে?
ক.
খ.
গ. ১২
ঘ. ১০
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question