Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২০তম বিসিএস
 
41. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
ক. হোয়াংহো
খ. ইয়াংসিকিয়াং
গ. গংগা
ঘ. সিন্ধু
উত্তরঃ
 
42. ঢাকাতে সমাপ্ত উইলস ইন্টারন্যাশনাল কাপ ক্রিকেট প্রতিযোগিতাই কয়টি দল অংশ নেয়?
ক. ৯ টি
খ. ৭ টি
গ. ১১ টি
ঘ. ১২ টি
উত্তরঃ
 
43. আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
ক. ম্যাকসওয়েবার
খ. এফ এম মার্কস
গ. রবার্ট প্রেসথাস
ঘ. কার্ল মার্কস
উত্তরঃ
 
44. সাহিত্যে ১৯৯৮-এর নোবেল পুরস্কার কে পেয়েছেন?
ক. অরুন্ধতি রায়
খ. সালমান রুশদী
গ. ভি এস নাইপল
ঘ. হোসে সারামাগো
উত্তরঃ
 
45. কোন দেশটি অতীতে কখনও অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয় নি?
ক. মালয়েশিয়া
খ. থাইল্যান্ড
গ. মায়ানমার
ঘ. ইন্দোনেশিয়া
উত্তরঃ
 

46. ইউরোপিয়ান ইউনিয়ন (EU) –এর একক মুদ্রা কবে থেকে চালু হয়েছে?
ক. ১ জানুয়ারি, ১৯৯৯
খ. ১ জুলাই, ১৯৯৯
গ. ১ মার্চ, ২০০০
ঘ. ১ জুলাই, ২০০০
উত্তরঃ
 
47. চীনের ‘দ্বৈত অর্থনীতির’ ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরিখে গৃহীত?
ক. বাজার অর্থনীতিকে গ্রহণযোগ্য করা
খ. মতাদর্শগত ধারণার সমন্বয় সাধন
গ. হংকং-এর অর্থনীতিকে সচল রাখা
ঘ. তাইওয়ানকে চীনের অন্তর্ভুক্তকরণ
উত্তরঃ
 
48. রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
ক. সাইবেরিয়া
খ. ভ্লাদিভস্টক
গ. খাবারভস্ক
ঘ. বোখারা
উত্তরঃ
 
49. কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে?
ক. আলবার্টা
খ. কুইবেক
গ. মেনিটোরা
ঘ. নোভাস্কোশিয়া
উত্তরঃ
 
50. কসোভো নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ কী?
ক. এর রণকৌশলগত গুরুত্ব
খ. এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি
গ. মুসলিম বিদ্বেষের প্রবণতা
ঘ. আলবেনীয়দের ঔদ্ধত্য
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question