Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২০তম বিসিএস
 
31. বাংলাদেশের প্রথম ‘ইপিজেড’ কোথায় স্থাপিত হয়?
ক. সাভারে
খ. চট্টগ্রামে
গ. মংলায়
ঘ. ঈশ্বরদীতে
উত্তরঃ
 
32. বাংলার ১৯৮৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?
ক. জয়নুল আবেদীন
খ. এস এম সুলতান
গ. শফিউদ্দিন আহমদ
ঘ. কামরুল হাসান
উত্তরঃ
 
33. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?
ক. নভেম্বর ১২, ১৯৯৭
খ. ডিসেম্বর ২, ১৯৯৭
গ. ডিসেম্বর ১৬, ১৯৯৭
ঘ. ডিসেম্বর ২৫, ১৯৯৭
উত্তরঃ
 
34. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে ভাগ করা হয়?
ক. ১১ টি
খ. ৯ টি
গ. ৫ টি
ঘ. ১৫ টি
উত্তরঃ
 
35. বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
ক. ২৪০০ বর্গমাইল
খ. ৯১২ বর্গমাইল
গ. ১৯৫০ বর্গমাইল
ঘ. ২০০ বর্গমাইল
উত্তরঃ
 

36. বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ-এর সদস্যপদ লাভ করে?
ক. ১৯৭২
খ. ১৯৭৩
গ. ১৯৭৪
ঘ. ১৯৭৫
উত্তরঃ
 
37. নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
ক. ট্রপিক অব ক্যাপ্রিকন
খ. ট্রপিক অব ক্যানসার
গ. ইকুয়েটর
ঘ. আর্কটিক সার্কেল
উত্তরঃ
 
38. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে ‘বীরউত্তম’ উপাধিতে ভূষিত করা হয়?
ক. ২৫৭ জন
খ. ১৬৩ জন
গ. ৪৪জন
ঘ. ৬৮জন
উত্তরঃ
 
39. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি এক দম্ভোক্তি করে- যা ছিল নিম্নরূপ: “লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না।” ‒ এ দম্ভোক্তিকারী ব্যক্তি কে ছিল?
ক. জেনারেল হামিদ খান
খ. জেনারেল ইয়াহিয়া খান
গ. জেনারেল নিয়াজী
ঘ. জেনারেল টিক্কা খান
উত্তরঃ
 
40. “যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন।” ‒ এটি কার উক্তি?
ক. সালজার
খ. ফ্রাঙ্ক
গ. হিটলার
ঘ. মুসোলিনী
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question