Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১৯তম বিসিএস
 
31. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
ক. কয়লা
খ. চুনাপাথর
গ. সাদামাটি
ঘ. গ্যাস
উত্তরঃ
 
32. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী?
ক. জর্জ ওয়াশিংটন
খ. আব্রাহাম লিংকন
গ. রুজভেল্ট
ঘ. কেনেডী
উত্তরঃ
 
33. বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার?
ক. ইনসুলিন
খ. থাইরক্সিন
গ. এনড্রোজেন
ঘ. এস্ট্রোজেন
উত্তরঃ
 
34. বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?
ক. ১৬ বছর
খ. ১৮ বছর
গ. ২০ বছর
ঘ. ২১ বছর
উত্তরঃ
 
35. গ্রীন হাউস এফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে ?
ক. নিম্নভূমি নিমজ্জিত হবে
খ. ক্রমশ উত্তাপ বেড়ে যাবে
গ. বৃষ্টিপাত কমে যাবে
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ
 

36. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
ক. ক্লোরোফ্লুরো কার্বন
খ. কার্বন মনোক্সাইড
গ. কার্বন ডাই-অক্সাইড
ঘ. মিথেন
উত্তরঃ
 
37. কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির‒
ক. ১৬ শতাংশ
খ. ২০ শতাংশ
গ. ২৫ শতাংশ
ঘ. ৩০ শতাংশ
উত্তরঃ
 
38. বাংলাদেশে্র শহীদ বুদ্ধিজীবী দিবস-
ক. ২১ ফেব্রুয়ারি
খ. ১৪ ডিসেম্বর
গ. ৭ মার্চ
ঘ. ১৬ ডিসেম্বর
উত্তরঃ
 
39. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
ক. ২৫ জোড়া
খ. ২৬ জোড়া
গ. ২৩ জোড়া
ঘ. ২৪জোড়া
উত্তরঃ
 
40. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
ক. নওগাঁ
খ. বগুড়া
গ. নাটোর
ঘ. রাজশাহী
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question