Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১৮তম বিসিএস
 
61. ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাছন্ন অংশের সংযোগস্থলকে কী বলে?
ক. ছায়াবৃত্ত
খ. গুরুবৃত্ত
গ. ঊষা
ঘ. গোধূলি
উত্তরঃ
 
62. সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
ক. ৭৫ সেমি
খ. ৭৬ সেমি
গ. ৭২ সেমি
ঘ. ৭৭ সেমি
উত্তরঃ
 
63. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
ক. হরমুজ
খ. জিব্রাল্টার
গ. বসফরাস
ঘ. দার্দানেলিস
উত্তরঃ
 
64. আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
ক. ধ্রুবতারা
খ. প্রক্সিমা সেন্টারাই
গ. লুব্ধক
ঘ. পুলহ
উত্তরঃ
 
65. জোয়ার ভাটার তেজ কটাল কখন হয়?
ক. অমাবস্যায়
খ. একাদশীতে
গ. অষ্টমীতে
ঘ. পঞ্চমীতে
উত্তরঃ
 

66. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখাতি কত?
ক. ১৬
খ. ১৮
গ. ২০
ঘ. ২৪
উত্তরঃ
 
67. পরপর ১০টি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টির যোগফল কত?
ক. ৫৮৫
খ. ৫৮০
গ. ৫৭৫
ঘ. ৫৭০
উত্তরঃ
 
68. কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
ক. ৩৩/৫০
খ. ৮/১১
গ. ৩/৫
ঘ. ১১/১৭
উত্তরঃ
 
69. ১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
ক. ২১
খ. ২৩
গ. ২৪
ঘ. ২২
উত্তরঃ
 
70. ৬, ৮, ১০-এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
ক.
খ.
গ.
ঘ.
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question