Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১৮তম বিসিএস
 
31. বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে?
ক. জাপান
খ. যুক্তরাষ্ট্র
গ. মিশর
ঘ. মালয়েশিয়া
উত্তরঃ
 
32. সরকার কয়টি স্তরে স্থানীও সরকার প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করেছে?
ক. ৪ টি
খ. ২ টি
গ. ১ টি
ঘ. ৩ টি
উত্তরঃ
 
33. জনাব এফ,আর,খান বাংলাদেশের গৌরব। তিনি কি ছিলেন?
ক. স্থপতি
খ. ক্যান্সার চিকিৎসক
গ. আণবিক বিজ্ঞানী
ঘ. কম্পিউটার বিজ্ঞানী
উত্তরঃ
 
34. 'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে?
ক. নীহার রঞ্জন রায়
খ. আর, সি, মজুমদার
গ. অধ্যাপক আবদুল করিম
ঘ. অধ্যাপকসুনীতিসেন
উত্তরঃ
 
35. তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের রপ্তানি আয়ের কত ভাগ আসে?
ক. প্রায় ৫০ ভাগ
খ. প্রায় ৬০ ভাগ
গ. প্রায় ৪২.৯ ভাগ
ঘ. প্রায় ৫০.৯ ভাগ
উত্তরঃ
 

36. জাতিসংঘের সিডিও এর Monitoring কমিটির চেয়ারপার্সন একজন বাঙালি মহিলা ছিলেন।তিনি কে?
ক. সালমা সোবহান
খ. সালমা খান
গ. হামিদা হোসেন
ঘ. নাজমা বেগম
উত্তরঃ
 
37. খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ?
ক. চাপালিশ
খ. কেওড়া
গ. গেওয়া
ঘ. সুন্দরী
উত্তরঃ
 
38. দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কিসের খনি প্রকল্প?
ক. কঠিন শিলা
খ. চুনাপাহর
গ. কয়লা
ঘ. সাদামাটি
উত্তরঃ
 
39. বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস-
ক. খনিজ তেল
খ. প্রাকৃতিক গ্যাস
গ. পাহাড়ী নদী
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ
 
40. ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
ক. শীতলক্ষ্যা
খ. বুড়িগঙ্গা
গ. ধরলা
ঘ. বংশী
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question