Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১৭তম বিসিএস
 
71. মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম-
ক. তাজিকিস্তান
খ. কাজাকিস্তান
গ. উজবেকিস্তান
ঘ. কিরগিজস্তান
উত্তরঃ
 
72. জোট নিরোপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
ক. হারারে, ১৯৮৯ সাল
খ. বেলগ্রেড, ১৯৬১ সাল
গ. হাভানা, ১৯৭৩ সাল
ঘ. কায়রো, ১৯৭০ সাল
উত্তরঃ
 
73. ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরা চালু করেছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরার নাম -
ক. ইতালির মিলান শহর, মালদিনীয়ানি
খ. জার্মানির হামবুর্গ শহর, ক্যাসানোভা
গ. স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল
ঘ. ফ্রান্সের টুলোন শহর, লাফ্রাঁসে
উত্তরঃ
 
74. ‘আকোয়া রেজিয়া’ বলতে বোঝায়-
ক. কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লরিক এসিডের মিশ্রণ
খ. কনসেনট্রেটেড সালফিউরিক এসিড
গ. কনসেনট্রেটেড নাইট্রিক এসিড
ঘ. কনসেনট্রেটেড সালফিউরিক এসিড এবং কনসেনট্রেটেড নাইট্রিক এসিডের মিশ্রণ
উত্তরঃ
 
75. বায়ুমণ্ডলে চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়-
ক. ১ মিটার
খ. ১০ মিটার
গ. ১৫ মিটার
ঘ. ৩০ মিটার
উত্তরঃ
 

76. বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক-
ক. ডঃ সুকুমার সেন
খ. ডঃ মুহাম্মাদ শহীদুল্লাহ
গ. ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ. হরপ্রসাদ শাস্রী
উত্তরঃ
 
77. হিন্দি ‘পদুমাবৎ’ এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা-
ক. দৌলত উজীর বাহরাম খান
খ. সৈয়দ সুলতান
গ. আব্দুল করিম সাহিত্যবিশারদ
ঘ. আলাওল
উত্তরঃ
 
78. তত্ত্ববোধিনী পত্রিকা’ প্রথম প্রকাশিত হয়-
ক. ১৮৪১ সালে
খ. ১৮৪২ সালে
গ. ১৮৫০ সালে
ঘ. ১৮৪৩ সালে
উত্তরঃ
 
79. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
ক. অব্যয় ও শব্দাংশ
খ. নূতন শব্দ গঠনে
গ. উপসর্গ থাকে সামনে, প্রত্যায় থাকে পেছনে
ঘ. ভিন্ন অর্থ প্রকাশে
উত্তরঃ
 
80. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-
ক. স্বরবৃত্ত
খ. পয়ার
গ. মাত্রাবৃত্ত
ঘ. অক্ষরবৃত্ত
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question