Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১৭তম বিসিএস
 
91. x – [x – { x – (x + 1)}] –এর মান কত?
ক. x + 1
খ. 1
গ. -1
ঘ. x - 1
উত্তরঃ
 
92. AB ও CD সরল রেখাদ্বয় “O” বিন্দুতে ছেদ করলে নিচের কোন গাণিতিক ব্যাখ্যাটি ঠিক হবে?
ক. AOD=BOC
খ. AOD=BOD
গ. BOC=AOC
ঘ. AOD=AOC
উত্তরঃ
 
93. ঢাকা ও চট্টগ্রাম এই দুটি স্টেশন থেকে প্রতি ঘণ্টায় একটা ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে। সব ট্রেনগুলোই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌছাতে প্রত্যেক ট্রেনের ৫ ঘণ্টা সময় লাগে। এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছান পর্যন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে?
ক. ১২
খ.
গ. ১০
ঘ. ১১
উত্তরঃ
 
94. লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭, ............, ৩, ১
ক.
খ.
গ. ১২
ঘ. ১৫
উত্তরঃ
 
95. দুটি সংখ্যার গ.সা.গু, বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০, এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত?
ক. ১০৮, ১৪৪
খ. ১১২, ১৪৮
গ. ১৪৪, ২০৮
ঘ. ১৪৪, ২০৪
উত্তরঃ
 

96. ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ প্রতিপালিত হয় প্রতি বছরের-
ক. ৩১ জানুয়ারি
খ. ৩০ মার্চ
গ. ৩০ এপ্রিল
ঘ. ৩১ মে
উত্তরঃ
 
97. মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় যে রাষ্ট্র-
ক. যুক্তরাজ্য
খ. ফ্রান্স
গ. জাপান
ঘ. জার্মান
উত্তরঃ
 
98. নিম্নের যে দেশটি জাতিসংঘের সদস্য নয়-
ক. নামিবিয়া
খ. ভ্যাটিক্যান সিটি
গ. কিউবা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ
 
99. আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক-
ক. বেডেন পাওয়েল
খ. ব্যরন পিয়ারে দ্য কুবার্তা
গ. প্যাঁরেজ দ্য কুয়েলার
ঘ. জুয়ান এন্টানিও সামারাঞ্চ
উত্তরঃ
 
100. স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?
ক. ব্রিটেন
খ. ফ্রান্স
গ. অস্ট্রেলিয়া
ঘ. নিউজিল্যান্ড
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question