Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১৭তম বিসিএস
 
1. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ লাইনটি নিন্মোক্ত একজনের কাব্যে পাওয়া যায়-
ক. মুকুন্দুরাম চক্রবর্তী
খ. ভারতচন্দ্র রায়
গ. মদনমোহন তর্কালংকার
ঘ. কামিনী রায়
উত্তরঃ
 
2. f(x) = x2 + 1x +1 এর অনুরূপ কোনটি?
ক. f(1) = 1
খ. f(0) = 1
গ. f(-1) = 3
ঘ. f(1) = 3
উত্তরঃ
 
3. x + y = 0 এবং 2x – y +3 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেঁদ করে?
ক. (-1/3, 1/3)
খ. (1, -1 )
গ. (-3, 3)
ঘ. (-1, 1)
উত্তরঃ
 
4. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ ∶ ১, এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ ∶ ১ হবে?
ক. ১২ গ্রাম
খ. ৬ গ্রাম
গ. ৩ গ্রাম
ঘ. ৪ গ্রাম
উত্তরঃ
 
5. যদি x2+ px + 6 = 0 এর মূল দুটি সমান হয় এবং p
ক. √২৪
খ.
গ. √৬
ঘ. √৪৮
উত্তরঃ
 

6. আরব দেশসমূহে পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে-
ক. ১৯৭৮ সালে
খ. ১৯৭০ সালে
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৭৪ সালে
উত্তরঃ
 
7. পোলিও টিকার আবিষ্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের একটি শহরে মারা যান, শহরটির নাম-
ক. La Martini
খ. La Zola
গ. San Antinio
ঘ. San Hose
উত্তরঃ
 
8. বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভ্রুন বদল করা হয়-
ক. ৫ মে, ১৯৯৪
খ. ৬ এপ্রিল, ১৯৯৪
গ. ৫ মে, ১৯৯৫
ঘ. ৭ মে ১৯৯৫
উত্তরঃ
 
9. বেনেলাক্স”(BENELUX) বলতে যে দেশগুলোকে বোঝায়-
ক. ইংল্যান্ড, আইরিশ প্রজাতন্ত্র, ফ্রান্স
খ. সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড
গ. চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, জার্মানি
ঘ. বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
উত্তরঃ
 
10. বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিন্মোক্ত একটি জায়গায় মেশে-
ক. নারায়ণগঞ্জ
খ. গোয়ালন্দ
গ. বাহাদুরবাদ
ঘ. ভৈরববাজার
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question