Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১৬তম বিসিএস
 
81. উপকূলে কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যাবধান হল-
ক. প্রায় ১২ ঘন্টা
খ. প্রায় ২৪ ঘন্টা
গ. প্রায় ৬ ঘন্টা
ঘ. চাদের তিথি অনুসার ভিন্ন
উত্তরঃ
 
82. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়--
ক. ধমনীর ভেতর দিয়ে
খ. শিরার ভেতর দিয়ে
গ. স্নায়ুর ভেতর দিয়ে
ঘ. কোষের ভেতর দিয়ে
উত্তরঃ
 
83. চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?
ক. চাঁদে কোন জীব নেই তাই
খ. চাঁদে কোন পানি নেই তাই
গ. চাঁদে বায়ুমন্ডল নেই তাই
ঘ. চাঁদের মধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মধ্যাকর্ষণজনিত ত্বরণ অপেক্ষা কম তাই
উত্তরঃ
 
84. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
ক.
খ. ২২/৭
গ. ২৫/৯
ঘ. প্রায় ৫
উত্তরঃ
 
85. রাঙীন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
ক. মৃদু রঞ্জন রশ্মি
খ. বিটা রশ্মি
গ. কসমিক রশ্মি
ঘ. গামা রশ্মি
উত্তরঃ
 

86. যা চিরস্থায়ী নয়-
ক. নশ্বর
খ. অস্থায়ী
গ. ক্ষণিক
ঘ. ক্ষণস্হায়ী
উত্তরঃ
 
87. ‘Intellectual’ শব্দের বাংলা অর্থ-
ক. মেধাবী
খ. বুদ্ধিমান
গ. বুদ্ধিজীবী
ঘ. মননশীল
উত্তরঃ
 
88. কোন নগরীতে মোঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?
ক. হুগলী
খ. গৌড়
গ. সোনারগাঁ
ঘ. ঢাকা
উত্তরঃ
 
89. ‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?
ক. দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাত-বিচারে ভিন্ন হলেও আসলে এক
খ. শব্দ দুটিতে উপসর্গটি মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
গ. শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
ঘ. দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
উত্তরঃ
 
90. “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।”- এ উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?
ক. সওগাত
খ. মোহাম্মদী
গ. সমকাল
ঘ. শিখা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question