Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১৫তম বিসিএস
 
61. League of Arab states(আরবলীগ)-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. তিউনিস
খ. কায়রো
গ. রাবাত
ঘ. জেদ্দা
উত্তরঃ
 
62. বাংলাদেশ নিম্নে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?
ক. ১৯৭৮-৭৯
খ. ১৯৭৯-৮০
গ. ১৯৮০-৮১
ঘ. ১৯৮১-৮২
উত্তরঃ
 
63. The United Nations University কোন শহরে অবস্থিত?
ক. লন্ডন
খ. ব্রাসেলস
গ. নিউইয়র্ক
ঘ. টোকিও
উত্তরঃ
 
64. বাংলাদেশে মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস –এর অংশ কত?
ক. ৪১.০৯%
খ. ৫৫%
গ. ৩৫%
ঘ. ৫৫%
উত্তরঃ
 
65. বাংলাদেশ জাতীয় সংসদের নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত?
ক. ৩০
খ. ৩২
গ. ৩৫
ঘ. ৫০
উত্তরঃ
 

66. ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর।
ক. ইচ্ছাময়
খ. ঐচ্ছিক
গ. ইচ্ছুক
ঘ. অনিচ্ছা
উত্তরঃ
 
67. কোন ব্যাকটিতে সমধাতুজ কর্ম আছে?
ক. সেই বই পড়ছে
খ. সে গভীর চিন্তায় মগ্ন
গ. সে ঘুমিয়ে আছে
ঘ. সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর ‍কিছু বলা যায় না
উত্তরঃ
 
68. What is the synonym of ‘incredible’?
ক. Unbelievable
খ. Unthinkable
গ. Unlikely
ঘ. Unthinking
উত্তরঃ
 
69. What is the antonym of ‘famous’?
ক. Oraque
খ. Obscure
গ. Illiterate
ঘ. Immature
উত্তরঃ
 
70. plebiscite is a term related to
ক. Medicine
খ. Technology
গ. Law
ঘ. Politics
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question