Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১৫তম বিসিএস
 
41. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য
ক. অধ তৎসম ও তৎসম শব্দের ব্যবহারে
খ. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
গ. শব্দের কথ্য ও লেখ্য রূপে
ঘ. বাক্যের সরলতা ও জটিলতায়
উত্তরঃ
 
42. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন-
ক. বিনয় ঘোষ
খ. সিকান্দার আবু জাফর
গ. মোহাম্মদ আকরাম খাঁ
ঘ. তফাজ্জল হোসেন
উত্তরঃ
 
43. ‘প্রভাত চিন্তা’,‘নিভৃত চিন্তা’,‘নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
ক. কালীপ্রসন্ন
খ. কালীপ্রসন্ন ঘোষ
গ. কৃষ্ণচন্দ্র মজুমদার
ঘ. এস ওয়াজেদ আলী
উত্তরঃ
 
44. “সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত”-এই উক্তিটি কার?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী আব্দুল ওদুদ
গ. মোহাম্মদ লুৎফর রহমান
ঘ. প্রমথ চেীধুরী
উত্তরঃ
 
45. বাতাসের নাইট্রোজেন কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?
ক. সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব প্রস্তুত করে
খ. ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে
গ. পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
ঘ. মাটির অজৈব লবণনে পরিবর্তিত করে
উত্তরঃ
 

46. ‘গ্রীন হাউজ ইফেক্টের’ পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কি হবে?
ক. উত্তাপ অনেক বেড়ে যাবে
খ. নিন্মভূমি নিমজ্জিত হবে
গ. সাইক্লোনের প্রবণতা বাড়বে
ঘ. বৃষ্টিপাত কমে যাবে
উত্তরঃ
 
47. নিত্য ব্যবহার‌্য বহু ‘অ্যারোসলের’ কৌটায় এখন লেখা থাকে সি.এফ.সি বিহীন।সি.এফ.সি গ্যাস কেন ক্ষতিকারক?
ক. ফুসফুসে রোগ সৃষ্টি করে
খ. গ্রীন হাউজ এফেক্টে অবদান রাখে
গ. ওজোন স্তরে ফুটো তৈরি করে
ঘ. দাহ্য বলে অগ্নিকান্ডের সৃষ্টি করে
উত্তরঃ
 
48. ৬৪ কিলোগ্রাম বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%।কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমান ৪০% হবে?
ক. ৯.৬ কিলোগ্রাম
খ. ১১.০ কিলোগ্রাম
গ. ৪৮.০কিলোগ্রাম
ঘ. ৫৬.০ কিলোগ্রাম
উত্তরঃ
 
49. কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪-এর সমান?
ক. ১৮
খ. ২৪৮
গ. ২১৭
ঘ. ২২৪
উত্তরঃ
 
50. একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে।মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে।মই এর অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব-
ক. ১০
খ. ৩০
গ. ২০
ঘ. ২৫
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question