Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১৫তম বিসিএস
 
31. জাতিসংঘ ‘আদিবাসী বর্ষ’ হিসেবে কোন সালকে ঘোষণা করেছে?
ক. ১৯৯১
খ. ১৯৯২
গ. ১৯৯৩
ঘ. ১৯৯৪
উত্তরঃ
 
32. ১৯৯৩ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে কম্বোডিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে কোন দল বিজয়ী হয়েছে?
ক. ফুনসিনপেক
খ. সিপিপি
গ. খেমাররুজ
ঘ. কেপিএলএনএফ
উত্তরঃ
 
33. ‘ষ্ট্রোক’ আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে-এটি কী?
ক. হৃৎপিন্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া
খ. মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা
গ. হৃৎপিন্ডের অংশবিশেষের অসাড়তা
ঘ. ফুসফুস হঠাৎ বিকল হয়ে যাওয়া
উত্তরঃ
 
34. কোনটি রক্তের কাজ নহে?
ক. কলা হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা
খ. ক্ষুধাস্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা
গ. হরমোন বিতরণ করা
ঘ. জারক রস বিতরণ করা
উত্তরঃ
 
35. ডিজিট্যাল ঘড়ি বা ক্যালুকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
ক. এলইডি
খ. সিলিকন চিপ
গ. এলসিডি
ঘ. সিলিকন চিপ
উত্তরঃ
 

36. Which of the following is a correct sentence?
ক. He was too clever not to miss the point
খ. He was so clever to miss the point
গ. He was too clever to miss the point
ঘ. He was too clever to grasp the point
উত্তরঃ
 
37. The ‘poet laureate’ is-
ক. the best poet of the country
খ. a wineer of the Nobel prize in poetry
গ. the Court poet of England
ঘ. a classical poet
উত্তরঃ
 
38. Which of the following school of litarary writings is connected with a medical theory?
ক. Comedy of manners
খ. Theater of the Absurd
গ. Heoric Tragedy
ঘ. Comedy of Humours
উত্তরঃ
 
39. Who of the following was both a poet and painter?
ক. Keats
খ. donne
গ. Blake
ঘ. Spenser
উত্তরঃ
 
40. ট্রাজেডি,কমেডি ও ফার্সের মূল্ পার্থক্য-
ক. জীবনানুভূতির গভীরতায়
খ. দৃষ্টিভঙ্গির সূক্ষতায়
গ. কাহিনীর সরলতা ও জটিলতায়
ঘ. ভাষার প্রকারভেদ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question