Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১৫তম বিসিএস
 
91. আকাশ নীল দেখায় কেন?
ক. নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেমি বলে
খ. নীল সমুদ্রের প্রতিফলনের ফলে
গ. নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
ঘ. নীল আলোর প্রতিফলন বেশি বলে
উত্তরঃ
 
92. ১ বর্গ ইঞ্চি কত বর্গ সে:মি সমান?
ক. ০.০৯২৯
খ. ৭.৩২
গ. ৬.৪৫
ঘ. ৬৪.৫০
উত্তরঃ
 
93. যে ভূমিতে ফসল জন্মায় না-
ক. পতিত
খ. অনুর্বর
গ. ঊষর
ঘ. বন্ধ্যা
উত্তরঃ
 
94. ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
ক. বিপরীত
খ. নিকৃষ্ট
গ. বিকৃত
ঘ. অভাব
উত্তরঃ
 
95. ‘সোনালী কাবিন’-এর রচয়িতা কে?
ক. হাসান হাফিজুর রহমান
খ. আল মাহমুদ
গ. হুমায়ুন আজাদ
ঘ. শক্তি চট্টোপাধ্যায়
উত্তরঃ
 

96. My uncle has three sons, ---- work in the same office.-which of the following is the best form of pronoun in the above sentence?
ক. all of them
খ. who all
গ. they all
ঘ. all of whom
উত্তরঃ
 
97. People always remember patriots -Which of the following is the best passive form of the above sentence?
ক. The patriots will always be remembered by people
খ. The patriots are always being remembered
গ. People are always remembered by the patriots
ঘ. The patriots are always remembered
উত্তরঃ
 
98. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করেছিলেন?
ক. বিসর্জন
খ. ডাকঘর
গ. বসন্ত
ঘ. অচলায়তন
উত্তরঃ
 
99. বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম-
ক. সুন্দরম
খ. লোকায়ত
গ. উত্তরাধিকার
ঘ. কিছুধ্বনি
উত্তরঃ
 
100. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন-
ক. কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
খ. মোহাম্মদ বরকতউল্লাহ,আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ
গ. মোহাম্মদ আকরাম হক,মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ
ঘ. কাজী ইমদাদুল হক,মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question