Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১৫তম বিসিএস
 
1. পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র,P, Q, R এবং PQ=a, QR=b, RP=c হলে P কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে-
ক. a+b+c
খ. b+c-a
গ. c+a-b
ঘ. a-b+c
উত্তরঃ
 
2. x+y-1=0, x-y+1=0 এবং y+3=0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি -
ক. সমবাহু
খ. বিষমবাহু
গ. সমকোণী
ঘ. সমদ্বিবাহু
উত্তরঃ
 
3. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল-
ক. ৪৮৫০
খ. ৪৯৫০
গ. ৫৭৫০
ঘ. ৫৯৫০
উত্তরঃ
 
4. a=1, b=-1, c=2, d=-2 হলে a-(-b)-(-c)-(-d) এর মান কত?
ক. 0
খ. 1
গ. 2
ঘ. 3
উত্তরঃ
 
5. ইসলামিক উন্নয়ন ব্যাংককে (IDB) দেয়া বাংলাদেশের চাঁদার হার কত?
ক. ২৫.০ মিলিয়ন ইসলামি দিনার
খ. ১৫.০ মিলিয়ন ইসলামি দিনার
গ. ১০.০ মিলিয়ন ইসলামি দিনার
ঘ. ১২.০ মিলিয়ন ইসলামি দিনার
উত্তরঃ
 

6. ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
ক. আলালের ঘরের দুলাল
খ. জোহরা
গ. মৃত্যুক্ষুধা
ঘ. হাজার বছর ধরে
উত্তরঃ
 
7. ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৮৬৫
খ. ১৮৭২
গ. ১৯৭৫
ঘ. ১৯৮১
উত্তরঃ
 
8. What is the meaning of the word ‘intrepid’?
ক. arrogant
খ. belligerent
গ. questioning
ঘ. fearless
উত্তরঃ
 
9. What is the meaning of the expression ‘bottom line’?
ক. The final step
খ. The end of a road
গ. The last line of a book
ঘ. The essential point
উত্তরঃ
 
10. The word ‘plurality’ means-
ক. The letter ‘S’
খ. Men and women
গ. Chaos and confusion
ঘ. The holding of more than one office at a time
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question