Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১৪তম বিসিএস
 
71. দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রং এর আলোর?
ক. লাল
খ. সবুজক
গ. নীল
ঘ. বেগুনি
উত্তরঃ
 
72. কোন মাধ্যম শব্দের গতি সবচেয়ে কম?
ক. শূণ্যতায়
খ. তরল পদার্থে
গ. বায়বীয় পদার্থে
ঘ. কঠিন পদার্থে
উত্তরঃ
 
73. বজ্রপাতের সময় আপনি নিজের গাড়িতে করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?
ক. গাড়ির মধ্যেই বসে থাকবেন
খ. কোন গাছের তলায় আশ্যয় নিবেন
গ. বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
ঘ. বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাড়িয়ে থাকবেন
উত্তরঃ
 
74. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
ক. প্রতিফলন
খ. প্রতিধ্বনি
গ. প্রতিসরণ
ঘ. প্রতিসরাঙ্ক
উত্তরঃ
 
75. দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশী। সংখ্যাটি উহার অংকদ্বয়ের সমষ্টির তিনগুন অপেক্ষা ৪ বেশী। সংখ্যাটি কত?
ক. ৪৭
খ. ৩৬
গ. ২৫
ঘ. ১৪
উত্তরঃ
 

76. একটি ঘড়িতে ৬ টার ঘন্টাধ্বণি ঠিক ৬ টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে। ঐ ঘড়িতে ১২ টার ঘন্টাথ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? (ঘন্টাথ্বনি সমান সময় ব্যবথানে বাজে)
ক. ১১ সেকেন্ড
খ. ১০ সেকেন্ড
গ. ১২ সেকেন্ড
ঘ. ১০.৫ সেকেন্ড
উত্তরঃ
 
77. এক গোয়ালা তার n সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্নলিখিত ভাবে বন্টন করে দিল। প্রথম পুত্রকে ১/২ অংশ, দ্বিতীয় পুত্রকে ১/৪ অংশ, তৃতীয় পুক্রকে ১/৫ অংশ এবং বাকি ৭ টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত?
ক. ১০০
খ. ১৪০
গ. ১৮০
ঘ. ২০০
উত্তরঃ
 
78. ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংলটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০০ কোণে স্পর্শ করলো খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল?
ক. ১২ ফুট
খ. ৯ ফুট
গ. ৬ ফুট
ঘ. ৩ ফুট
উত্তরঃ
 
79. বাংলা ভাষার আদি স্তরের স্হিতিকাল কোনটি?
ক. দশম থেকে চতুর্দশ শতাব্দী
খ. একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
গ. দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ঘ. ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
উত্তরঃ
 
80. যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?
ক. একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
খ. একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
গ. দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
ঘ. দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question