Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১৩তম বিসিএস
 
61. যদি x3+ hx + 10 = 0 এর একটি সমাধান 2 হয়, তবে h এর মান কত?
ক. 10
খ. 9
গ. -9
ঘ. 2
উত্তরঃ
 
62. একটি ১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০%কমতি এবং পরপর ৩৬% ও ৪%কমতির পাথর্ক্য কত টাকা?
ক. শূন্য
খ. ১৪৪
গ. ২৫৬
ঘ. ৪০০
উত্তরঃ
 
63. y =3x+2, y = -3x+2 এবং y = -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কী?
ক. একটি সমবাহু ত্রিভুজ
খ. একটি সমদ্বিবাহু ত্রিভুজ
গ. একটি বিষমবাহু ত্রিভুজ
ঘ. একটি সমকোনী ত্রিভুজ
উত্তরঃ
 
64. ৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত?
ক.
খ.
গ.
ঘ.
উত্তরঃ
 
65. একটি গোল মুদ্রা টেবিলে রাখা হল।এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুইপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?
ক.
খ.
গ.
ঘ. ১০
উত্তরঃ
 

66. ---- এর মান কত?
ক.
খ. -৫
গ. ১/৫
ঘ.
উত্তরঃ
 
67. বালক ও বালিকা একটি দলে নিম্নরূপ খেলা হচ্ছে।প্রথম বালক ৫ জন বালিকার সংঙ্গে খেলছে,দ্বিতীয় বালক ৬ জন বালিকার সংঙ্গে খেলছে;এভাবে শেষ বালক সবকটি বালিকার সংঙ্গে খেলছে।যদি b বালকের সংখ্যা এবং g বালিকার সংখ্যা প্রকাশ করে তবে b এর মান কত?
ক. b=g
খ. b=g/5
গ. b=g-4
ঘ. b=g-5
উত্তরঃ
 
68. একটি সমবাহু ষড়ভুজের অভন্ত্যরে অঙ্কিত বৃহতম বৃত্তের আয়তন ১০০n হলে ঐ ষড়ভুজের আয়তন কত?
ক. ২০০
খ. ২০০√২
গ. ২০০√৩
ঘ. ২০০√৫
উত্তরঃ
 
69. কোন পরীক্ষায় একজন ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলির ১/৩ অংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০%প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তেব ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?
ক. ২০ টি
খ. ৩০ টি
গ. ৪০ টি
ঘ. ৫০ টি
উত্তরঃ
 
70. একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিন পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে।লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল ছিল?
ক. ৪৫
খ. ৪৮
গ. ৭৫
ঘ. ২৪
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question