Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১২তম বিসিএস
 
71. ফিউশন প্রক্রিয়ায়-
ক. একটি পরমানু ভেঙ্গে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে
খ. একাধিক পরমানু যুক্ত হয়ে নতুন পরমানু গঠন করে
গ. ভারি পরমানু ভেঙ্গে হালকা পরমানু গঠিত হয়
ঘ. একটি পরমানু ভেঙ্গে দুটি পরমানু সৃষ্টি হয়
উত্তরঃ
 
72. প্রবল জোয়ারের কারণ ,যখন -
ক. সূর্য ও চন্দ্রের পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে
খ. চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে
গ. পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
ঘ. সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
উত্তরঃ
 
73. নিচের কোন উক্তিটি সঠিক ?
ক. বায়ু একটি যৌগিক পদার্থ
খ. বায়ু একটি মৌলিক পদার্থ
গ. বায়ু একটি মিশ্র পদার্থ
ঘ. বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়
উত্তরঃ
 
74. ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশ এর উপর দিয়া গিয়াছে,সেটি হোল?
ক. মূল মধ্যরেখা
খ. মকর কান্তি রেখা
গ. কর্কট কান্তি রেখা
ঘ. তারিখ রেখা
উত্তরঃ
 
75. যে বায়ু সর্বদা উচ্চচাপ আঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হই তাকে বলা হই---
ক. নিয়ন বায়ু
খ. আয়ন বায়ু
গ. মসুমি বায়ু
ঘ. প্রত্যায়ন বায়ু
উত্তরঃ
 

76. ক্রিয়াপদের মূল অংশকে বলে---
ক. বিভক্তি
খ. ধাতু
গ. প্রত্যয়
ঘ. কৃৎ
উত্তরঃ
 
77. “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” চরণটি কার রচনা?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. মধুসূদন দত্ত
গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ
 
78. শুদ্ধ বাক্যটি চিহ্ণিত করন -
ক. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
খ. বিদ্যান ব্যক্তিগ দারিদ্রতার শিকার হন
গ. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
ঘ. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন
উত্তরঃ
 
79. কোন শব্দে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে ?
ক. নিখুঁত
খ. আনমনা
গ. অবহেলা
ঘ. নিমরাজি
উত্তরঃ
 
80. কোন বানানটি শুদ্ধ?
ক. পাষাণ
খ. পাষান
গ. পাসান
ঘ. পাশান
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question