Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১২তম বিসিএস
 
61. কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই থাকে কারন-
ক. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
খ. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
গ. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
ঘ. বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান
উত্তরঃ
 
62. আকাশে বিদ্যুৎ চমকায় -
ক. মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
খ. দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
গ. মেঘের মধে বিদ্যুৎ কোষ তৈরি হলে
ঘ. মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
উত্তরঃ
 
63. যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে -
ক. ৭৫ ডি বি
খ. ৯০ ডি বি
গ. ১০৫ ডি বি
ঘ. ১২০ ডি বি
উত্তরঃ
 
64. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন, আলোর -
ক. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
খ. প্রতিসরণ
গ. বিচ্ছুরণ
ঘ. পোলারায়ন
উত্তরঃ
 
65. রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয় এর প্রধান কারন -
ক. এটি হাল্কা ও দামে সস্তা
খ. এটি সব দেশেই পাওয়া যায়
গ. এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
ঘ. এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে
উত্তরঃ
 

66. গ্রীন হাউজ এফেক্ট বলতে বোঝার -
ক. সূর্যালোকের অভাবে সালোক সংশ্লেষনে ঘাটতি
খ. তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃ্দ্ধি
গ. প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃএিম চাষের প্রয়োজনীয়তা
ঘ. গাছপালা আচ্ছাদন নষ্ট হয়ে মরুভূমির বিস্তার
উত্তরঃ
 
67. রিমট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় -
ক. রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ
খ. রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন
গ. কোয়াসার প্রভৃতি মহাজাগতিক উৎস থেকে সংকেত অনুধাবন
ঘ. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন
উত্তরঃ
 
68. পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে বাবহার হয় তা হলো -
ক. ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহার হয়
খ. সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
গ. পালের দড়িতে টানের নিয়ন্ত্রন বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
ঘ. পালের আকৃতিক সুকৌশল ব্যবহার করা যায়
উত্তরঃ
 
69. সাধারন স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেক্ট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার হয় তা হল -
ক. নাইট্রিক এসিড
খ. সালফিউরিক এসিড
গ. এমোনিয়াম ক্লোরাইড
ঘ. হাইড্রোক্লোরিক এসিড
উত্তরঃ
 
70. ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায় । কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে ?
ক. বাষ্পীয় ইঞ্জিন
খ. অন্তর্দহন ইঞ্জিন
গ. স্টারলিং ইঞ্জিন
ঘ. রকেট ইঞ্জিন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question