Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১২তম বিসিএস
 
51. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার । ত্রিভুজের ক্ষেত্রফল কত ?
ক. ৬৪√৩ বর্গমিটার
খ. ১৯২বর্গমিটার
গ. ৬৪ বর্গমিটার
ঘ. ৩২√৩ বর্গমিটার
উত্তরঃ
 
52. চিনির মূল্য ২৫% বেড়েযায়তে একটি পরিবারের চিনি খাওয়া এমন ভাবে কমালো যে চিনি বাবদ খরচ বেড়ে গেলো না । ঐ পরিবার চিনি খাওয়া শতকরা কত কমালো?
ক. ২০%
খ. ২৩%
গ. ৩০%
ঘ. ৪৩%
উত্তরঃ
 
53. বার্ষিক পরীক্ষায় একটি ছাএ মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টির নির্ভুল উত্তর দিল।বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল।সমস্ত প্রশ্নের মান সমান।যদি ছাএ শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল-
ক. ১৫ টি
খ. ২০ টি
গ. ২৫ টি
ঘ. ১৮ টি
উত্তরঃ
 
54. নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫কিলোমিটার।নদী পথে ৪৫কিঃমিঃ দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে-
ক. ৯ ঘন্টা
খ. ১২ ঘন্টা
গ. ১০ ঘন্টা
ঘ. ১৮ ঘন্টা
উত্তরঃ
 
55. ৮, ১১, ১৭, ২৯, ৫৩, - পরবর্তী সংখ্যাটি কত?
ক. ১০১
খ. ১০২
গ. ৭৫
ঘ. ৫৯
উত্তরঃ
 

56. ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
ক. ২.০৫৭৩৪
খ. ০.০২৫৭৩৪
গ. ০.০২০৫৭৩৪
ঘ. ২০.৫৭৩৪৪০
উত্তরঃ
 
57. একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়।আবার বর্গাকারেও সাজানো যায়।ঐ স্কুলে কমপক্ষে কত জন ছাত্র আছে?
ক. ৩৬০০
খ. ২৪০০
গ. ১২০০
ঘ. ৩০০০
উত্তরঃ
 
58. ৫:১৮, ৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত?
ক. ৭২:১০৫
খ. ৭২:৩৫
গ. ৩৫:৭২
ঘ. ১০৫:৭২
উত্তরঃ
 
59. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫'হলে এর বাহুর সংখ্যা কত?
ক.
খ.
গ.
ঘ.
উত্তরঃ
 
60. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে-
ক. অফসেট মুদ্রন পদ্ধতিতে
খ. পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
গ. ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে
ঘ. স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question