Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১২তম বিসিএস
 
31. সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য-
ক. ইরাকের আক্রমণ হতে সৌদি আরবকে রক্ষা করা
খ. ইরাকের কুয়েত দখল আবসান করা
গ. স্বল্প মূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা
ঘ. উপরের সবকটি
উত্তরঃ
 
32. ১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম-
ক. পিকিং স্পোর্টস স্টেডিয়াম
খ. বেইজিং স্পোর্টস স্টেডিয়াম
গ. ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
ঘ. চায়না স্টোর্টস স্টডিয়াম
উত্তরঃ
 
33. জাতিসংঘে রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশু মৃত্যৃ হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে-
ক. ১৩৭
খ. ১২১
গ. ৩০
ঘ. ৩৫
উত্তরঃ
 
34. শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-
ক. দামেস্ক চুক্তি
খ. আলজিয়ার্স চুক্তি
গ. কায়রো চুক্তি
ঘ. বৈরুত চুক্তি
উত্তরঃ
 
35. '৫০০ দিনের প্লান' বলতে বুঝায় যে এই সময়ের মধ্যে-
ক. ওয়ারস জোট ভেঙ্গে দেয়ার প্রকল্প সম্পন্ন করা
খ. রুমানিয়াতে গণতন্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন করা
গ. সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন করা
ঘ. পূর্ব জামার্নি হতে সৌভিয়েত সৈন্য প্রতাহার সম্পন্ন করা
উত্তরঃ
 

36. জেমস গ্রান্টের মতে,প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা-
ক. ৪,০০,০০০
খ. ৪০,০০০
গ. ৪৪,০০০
ঘ. ৩৪,০০০
উত্তরঃ
 
37. হাজার হ্রদের দেশ কোনটি ?
ক. নরওয়ে
খ. ফিনল্যাণ্ড
গ. ইন্দোনেশিয়া
ঘ. জাপান
উত্তরঃ
 
38. পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম-
ক. ওএইউ
খ. আরব লীগ
গ. জিসিসি
ঘ. ওএএম
উত্তরঃ
 
39. বাস্তিল দুর্গের পতন হয় কত সালে?
ক. 1793
খ. 1789
গ. 1798
ঘ. 1779
উত্তরঃ
 
40. কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম-
ক. লিওপোন্ডভিল
খ. জিম্বাবুয়ে
গ. জিবুতি
ঘ. জায়ারে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question