Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১২তম বিসিএস
 
11. What is the adjective of the word 'Heart'?
ক. Heart
খ. Hearten
গ. Heartening
ঘ. Heartful
উত্তরঃ
 
12. ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃ মহানগরীর ট্রেনটির নাম -
ক. এগার সিন্দুর এক্সপ্রেস
খ. পারাবত এক্সপ্রেস
গ. উপকূল এক্সপ্রেস
ঘ. সৈকত এক্সপ্রেস
উত্তরঃ
 
13. বাংলাদেশের বৃহত্তম হাওড়-
ক. পাথরচাওলি
খ. হাইল
গ. চলন বিল
ঘ. হাকালুকি
উত্তরঃ
 
14. কেওক্রাডং- এর উচ্চতা প্রায় -
ক. ১০১০ মিটার
খ. ১২৩৩ মিটার
গ. ১২৩০ মিটার
ঘ. ৮৯৩ মিটার
উত্তরঃ
 
15. বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমান কত?
ক. ৯.৫ কোটি পাউন্ড
খ. ১৩ কোটি পাউন্ড
গ. ১৪ কোটি পাউন্ড
ঘ. ১৫ কোটি পাউন্ড
উত্তরঃ
 

16. ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায়-
ক. ১০০ বর্গমাইল
খ. ১৫৩০ বর্গমাইল
গ. ১৬০০ বর্গমাইল
ঘ. ৮০ বর্গমাইল
উত্তরঃ
 
17. একটি কাঁচা পাটের গাইটের ওজন
ক. ৩.৫ মণ
খ. ২.৫ মণ
গ. ৪.৫ মণ
ঘ. ৫ মণ
উত্তরঃ
 
18. গঙ্গা নদীর পানি প্রবাহ বৃ্দ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব
ক. নেপালে জলাধার নির্মাণ
খ. গঙ্গা ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন
গ. বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ
ঘ. গঙ্গার শাখা নদীসমূহে পানি প্রবাহ বৃদ্ধি
উত্তরঃ
 
19. ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য -
ক. দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
খ. দুদেশের নদীগুলোর পলিমাটি অপসারন
গ. বন্যা নিয়ন্ত্রনে দুদেশের মধ্যে সহযোগিতা
ঘ. দুদেশের নৌ পরিবহন ব্যবস্হার উন্নয়ন
উত্তরঃ
 
20. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের -
ক. ২ মার্চ
খ. ২৩ মার্চ
গ. ১০মার্চ
ঘ. ২৫ মার্চ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question