Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১১তম বিসিএস
 
51. বৈরাগ্য সাধনে -----সে আমার নয় । শূণ্যস্থান পূরণ করুন
ক. মুক্তি
খ. আনন্দ
গ. আশ্বাসজ্ঞহ
ঘ. বিশ্বাস
উত্তরঃ
 
52. সমাস ভাষাকে কী করে?
ক. সংক্ষেপ করে
খ. বিস্তৃত করে
গ. অর্থপূর্ণ করে
ঘ. অর্থের রূপান্তর কর
উত্তরঃ
 
53. ‘সূর্য’ – এর প্রতিশব্দ
ক. সধাংশু
খ. শশাংক
গ. আদিত্য
ঘ. বিধু
উত্তরঃ
 
54. ‘অর্ধচন্দ্র’ এর অর্থ -
ক. অমাবস্যা
খ. গলাধাক্কা দেওয়া
গ. কাস্তে
ঘ. দ্বিতীয়
উত্তরঃ
 
55. কোনটি শুদ্ধ ?
ক. সৌজন্যতা
খ. সৌজন্নতা
গ. সৌজন্য
ঘ. সৌজন্ন
উত্তরঃ
 

56. বেগম রোকেয়ার রচনা কোনটি?
ক. ভাষা ও সাহিত্য
খ. লালসালু
গ. আয়না
ঘ. অবরোধবাসিনী
উত্তরঃ
 
57. বাংলার গীতিকবিতায় ভোরের পাখি কে ?
ক. প্যারিচাঁদ মিত্র
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. বিহারীলাল চক্রবর্তী
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ
 
58. কোনটি শুদ্ধ বাক্য ?
ক. একটি গোপন কথা বলি
খ. একটা গোপনীয় কথা বলি
গ. একটি গুপ্ত কথা করি
ঘ. একটি গোপন কথা বলি
উত্তরঃ
 
59. ‘শিষ্টাচার’ – এর সমার্থক শব্দ কোনটি ?
ক. সদাচার
খ. নিষ্ঠা
গ. সংযম
ঘ. সততা
উত্তরঃ
 
60. সংশয় – এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক. বিস্ময়
খ. নির্ভর
গ. দ্বিধা
ঘ. প্রত্যয়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question