Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১১তম বিসিএস
 
41. মৌলিক পর্দাথের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে তাকে বলা হয় -
ক. অণু
খ. পরমাণু
গ. ইলেকট্রন
ঘ. প্রোটেন
উত্তরঃ
 
42. সমুদ্র স্রোতের অন্যতম কারণ -
ক. সমুদ্রের ঘূর্ণিঝড়
খ. বায়ু প্রবাহের প্রভাব
গ. সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
ঘ. সমুদ্রের পানিতে তাপের পরিচালনা
উত্তরঃ
 
43. কাজ করার সামর্থ্যকে বলে -
ক. শক্তি
খ. ক্ষমতা
গ. কাজ
ঘ. বল
উত্তরঃ
 
44. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো -
ক. লেন্সের কাজ করে
খ. আতশী কাচের কাজ করে
গ. দর্পনের কাজ করে
ঘ. প্রিজমের কাজ করে
উত্তরঃ
 
45. কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো-
ক. শাজিমাটি
খ. চুনাপাথর
গ. জিপসাম
ঘ. বালি
উত্তরঃ
 

46. কম্পিউটার সফটওয়্যার বলতে বুঝানো হয় -
ক. যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
খ. তথ্য দেওয়া ও তথ্য নেয়ার অংশবিশেষ
গ. কম্পিউটার তৈরির নক্সা
ঘ. এর প্রোগাম বা কর্মপরিকল্পনার কৌশল
উত্তরঃ
 
47. মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে -
ক. ওয়েভ গাইডের মধ্য দিয়ে
খ. খোলামেলা জায়গায় মধ্য দিয়ে সরলরেখায়
গ. বিশেষ ধরনের ক্যাবলের মধ্য দিয়ে
ঘ. ভূমি ও আয়োনোস্ফোয়ারের মধ্যে প্রতিফলন হতে হবে
উত্তরঃ
 
48. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
ক. ২৫ জোড়া
খ. ২৬ জোড়া
গ. ২৪জোড়া
ঘ. ২৩ জোড়া
উত্তরঃ
 
49. সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে -
ক. ক্যাপাসিটর
খ. জেনারেটর
গ. ষ্টোরেজ ব্যাটারি
ঘ. ট্রান্সফরমার
উত্তরঃ
 
50. বৈদ্যুৎতিক পাখা ধীরে ধীরে ধুরলে বিদ্যুৎ খরচ-
ক. কম হয়
খ. খুব কম হয়
গ. বেশী হয়
ঘ. একই হয়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question