Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১১তম বিসিএস
 
31. পাশাপাশি দুটি বর্গক্ষেত্রর প্রতি বাহু ২০ ফুট। BC=৬, CF=৫ফুট, DE=কত?
ক. ১৫ ফুট
খ. ১২ ফুট
গ. ২০ফুট
ঘ. ১৮ ফুট
উত্তরঃ
 
32. যদি a3-b3=513 এবং a-b = 3 হয়, তবে ab এর মান কত ?
ক. 35
খ. 45
গ. 54
ঘ. 55
উত্তরঃ
 
33. (x+3)(x-3)কে x2-6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?
ক. -3
খ. -6
গ. 6
ঘ. 3
উত্তরঃ
 
34. ২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় ?
ক. 20°
খ. ২২.৫°
গ. ২৩°
ঘ. ২৩.৫°
উত্তরঃ
 
35. ১ মিটার কত ইঞ্চির সমান
ক. ৩৯.৪৭ইঞ্চি
খ. ৩৭.৩৯ ইঞ্চি
গ. ৩৯.৩৭ ইঞ্চি
ঘ. ৩৭.৪৯ ইঞ্চি
উত্তরঃ
 

36. ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে -
ক. কীটপতঙ্গের সাহায্যে
খ. ফুলে ফুলে সংস্পর্শে
গ. পাতা দ্বারা স্থানান্তরিত হয়ে
ঘ. বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
উত্তরঃ
 
37. সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে মি এ-
ক. ৫ কি মি
খ. ১০ কি মি
গ. ২৭ কি মি
ঘ. ১০ নিউটন
উত্তরঃ
 
38. সর্বপ্রথম যে উফশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হেলো -
ক. ইরি ১
খ. ইরি ৮
গ. ইরি ৩
ঘ. ইরি ২০
উত্তরঃ
 
39. ইস্পাত সাধারণ লৌহ থেকে ভিন্ন, কারণ এতে -
ক. লোহাকে টেস্পারিং করা হয়েছে
খ. সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
গ. সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে
ঘ. বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
উত্তরঃ
 
40. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
ক. সালফার
খ. কার্বন
গ. মিথেন
ঘ. নিয়ন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question