Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১১তম বিসিএস
 
91. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ?
ক. ভাওয়াল ও মধুপুরের বনভূমি
খ. পার্বত্য চট্টগ্রামের বনভূমি
গ. সিলেটের বনভূমি
ঘ. খুলনা, বরিশাল ও পটুয়াখালির বনভূমি
উত্তরঃ
 
92. চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নিমার্ণের প্রধান উদ্দেশ্য -
ক. ঢাকা শহরকে নদীর ওপারে বিস্তৃত করা
খ. দেশের দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করে
গ. ঢাকা-আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো
ঘ. বাংলাদেশ-চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি করে
উত্তরঃ
 
93. হরিপুর তেলক্ষেত্র আবিষ্কার হয় -
ক. ১৯৮৫ সালে
খ. ১৯৮৬ সালে
গ. ১৯৮৭ সালে
ঘ. ১৯৮৪ সালে
উত্তরঃ
 
94. মিশুকের স্থপতি কে ?
ক. মোস্তফা মনোয়ারা
খ. শামীম সিকদার
গ. হামিদুজ্জামান খান
ঘ. মঈনুল হোসেন
উত্তরঃ
 
95. বাংলাদেশের কোন জেলার বেশি পাট উৎপন্ন হয় ?
ক. রংপুর
খ. ময়মনসিংহ
গ. ফরিদপুর
ঘ. টাংগাইল
উত্তরঃ
 

96. বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত ?
ক. ২ কোটি একর
খ. ২ কোটি ৫০ লক্ষ একর
গ. ২ কোটি ৪০ লক্ষ একর
ঘ. ২ কোটি ২৫ লক্ষ একর
উত্তরঃ
 
97. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত ?
ক. ২২৫ নটিক্যাল মাইল
খ. ২০০ নটিক্যাল মাইল
গ. ২৫০ নটিক্যাল মাইল
ঘ. ১০০ নটিক্যাল মাইল
উত্তরঃ
 
98. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত ?
ক. গঙ্গ
খ. ব্রক্ষ্মপুত্র
গ. করতোয়া
ঘ. মহানন্দা
উত্তরঃ
 
99. ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো -
ক. ঔষধ শিল্পের দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা
খ. বিদেশি শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহার বাধ্য করা
গ. ঔষধ শিল্পের দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেয়া
ঘ. অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
উত্তরঃ
 
100. বি.কে. এস. পি হলো -
ক. একটি কিশোর ফুটবল টিমের নাম
খ. একটি সংবাদ সংস্থার নাম
গ. একটি ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম
ঘ. একটি ক্রিয়া ও সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question