Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


১০তম বিসিএস
 
81. সরল সুদের হার শতকরা কত হলে যে কোন মূলধন ৮ বৎসরে সুদে আসলে ৩ গুন হবে?
ক. ১৩.৫০ টাকা
খ. ২০ টাকা
গ. ১৫ টাকা
ঘ. ২৫ টাকা
উত্তরঃ
 
82. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনি ভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না।ঐ পরিবারে চিনি খাওয়া খরচ শতকরা কত কমিয়েছিল?
ক. ২২%
খ. ২০%
গ. ২৫%
ঘ. ৩০%
উত্তরঃ
 
83. যদি (x-5)(a+x)=x2-25 হয় তবে a এর মান কত?
ক.
খ. -৫
গ. ২৫
ঘ. -২৫
উত্তরঃ
 
84. a+b+c=0 হলে a3+b3+c3 এর মান কত?
ক. abc
খ. 3abc
গ. 6abc
ঘ. 9abc
উত্তরঃ
 
85. ত্রিভুজের একটি কোন উহার অপর দুটি কোনের সমষ্টির সমান হলে ত্রিভুজটি-
ক. সমকোনী
খ. স্থুলকোণী
গ. সমবাহু
ঘ. সূক্ষ্মকোণী
উত্তরঃ
 

86. নবায়ন যোগ্য শক্তি উৎসের একটি উদাহরন হলো-
ক. পারমানবিক জ্বালানী
খ. পীট কয়লা
গ. ফুয়েল সেল
ঘ. সূর্য
উত্তরঃ
 
87. প্রেসার কুকারে রান্না তারাতারি হয় কারন-
ক. রান্নার জন্য শুধু তাপ নয় চাপ ও কাজে লাগে
খ. বন্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
গ. উচ্চচাপে তরলের স্ফুনংক বৃদ্ধি পায়
ঘ. সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
উত্তরঃ
 
88. যে তিনটি মুখ্য বর্নের সমন্বয়ে অন্যান্য বর্ন সৃষ্টি করা যায় সেগুলি হল-
ক. লাল-হলুদ-নীল
খ. হলুদ-সবুজ-নীল
গ. লাল-নীল-সবুজ
ঘ. লাল-কমলা-বেগুনী
উত্তরঃ
 
89. ভৌগলিক ভাবে গুরুত্বপূর্ন যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হল-
ক. র্মূল মধ্যারেখা
খ. কর্কটক্রান্তি রেখা
গ. মকরক্রান্তি রেখা
ঘ. আন্তজার্তিক তারিখ রেখা
উত্তরঃ
 
90. মাছ অক্সিজেন নেয়-
ক. মাঝে মাঝে পানির উপর নাক তুলে
খ. পানিতে অক্সজেন ও হাইড্রোজেন বিশিষ্ট করে
গ. পটকার মধ্যে জমানো বাতাস হতে
ঘ. পানির মধ্যে দ্রবিভূত বাতাস হতে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question