Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
সাধারন জ্ঞান


পুরস্কার
 
1. কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়?
ক. ১৯০১ সাল
খ. ১৯০৫ সাল
গ. ১৯৬৭ সাল
ঘ. ১৯৫৩ সাল
উত্তরঃ
 
2. সাহিত্যে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়-
ক. 1901
খ. 1911
গ. 1913
ঘ. 1917
উত্তরঃ
 
3. কতদিন পরপর নোবেল পুরস্কার দেওয়া হয়?
ক. Five times a year
খ. Twice a year
গ. Once every two years
ঘ. Once a year
উত্তরঃ
 
4. মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেয়া হয়?
ক. 6
খ. 5
গ. 7
ঘ. 8
উত্তরঃ
 
5. The Nobel prize for Economics was introduced in- Or অর্থনীতিতে যে সালে নোবেল পুরস্কার চালু হয়-
ক. 1969
খ. 1968
গ. 1970
ঘ. 1972
উত্তরঃ
 

6. For which of the following disciplines Nobel Prize is awarded?নিম্নোক্ত কোন বিষয়গুলোতে নোবেল পুরস্কার দেয়াহয়?
ক. Physics and Chemistry
খ. Physiology or Medicine
গ. Literature, Peace and Economics
ঘ. All of the above
উত্তরঃ
 
7. Which of the catagories of Nobel Prize was not originally included in the will of Alfred Nobel? Or সুইডিস বিজ্ঞানী আলফ্রেড নোবেল যে বিষয়ে পুরস্কার দিয়ে যাননি-
ক. Physics
খ. Chemistry
গ. Peace
ঘ. Economic Science
উত্তরঃ
 
8. Home Country of Alfred Nobel is-/আলফ্রেড নোবেলের জন্মভূমি-
ক. USA
খ. UK
গ. Sweden
ঘ. France
উত্তরঃ
 
9. নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন-
ক. তেলের খনির মালিক হিসেবে
খ. উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কারক করে
গ. জাহাজের ব্যবসা করে
ঘ. ইস্পাত কারখানার মালিক হিসেবে
উত্তরঃ
 
10. আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন? Or What invention brought Alfred Nobel fame and fortune?
ক. Electricity
খ. Radio
গ. Television
ঘ. Dynamite
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter