Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
সাধারন জ্ঞান


বাংলাদেশের ভূ-প্রকৃতি
 
21. বাংলাদেশের বৃহত্তম হাওড়-
ক. পাথরচাওলি
খ. হাইল
গ. চলন বিল
ঘ. হাকালুকি
উত্তরঃ
 
22. ‘হাকালুকি’ একটি-
ক. বনভূমি
খ. নদী
গ. হাওড়
ঘ. পাহাড়
উত্তরঃ
 
23. ঐতিহ্যবাহী হাকালুকি হাওর বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?
ক. নাটোর ও রাজশাহী
খ. রংপুর ও দিনাজপুর
গ. ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ
ঘ. সিলেট ও মৌলভীবাজার
উত্তরঃ
 
24. ‘হাইলহাওর’ কোন জেলায় অবস্থিত?
ক. নেত্রকোনা
খ. সুনামগঞ্জ
গ. হবিগঞ্জ
ঘ. মৌলভীবাজার
উত্তরঃ
 
25. গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত?
ক.
খ. ১৪
গ.
ঘ. ৩৩
উত্তরঃ
 

26. ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে?
ক. ৩টি অঞ্চলে
খ. ৪টি অঞ্চলে
গ. ৫টি অঞ্চলে
ঘ. ৬টি অঞ্চলে
উত্তরঃ
 
27. ভুমির অবস্থা ও গঠন সময়ের হিসেবে বাংলাদেশের ভুমিরূপকে কয় ভাগে ভাগ করা হয়?
ক. দুই ভাগ
খ. তিন ভাগ
গ. চার ভাগ
ঘ. পাঁচ ভাগ
উত্তরঃ
 
28. নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না?
ক. মালভূমি
খ. প্লাবন সমভূমি
গ. পাহাড়
ঘ. দ্বীপ
উত্তরঃ
 
29. বাংলাদেশের প্রগৈতিহাসিক প্রত্নস্থল পাওয়া যায় কোন কোন ভূমিরূপে?
ক. টারশিয়ারি উচ্চ ভূমি ও প্লাইস্টোসিন টেরেস
খ. প্লাবন সমভূমি
গ. উপকূলীয় সমভূমি
ঘ. সবগুলো হতে পারে
উত্তরঃ
 
30. বাংলাদেশের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চল সবচাইতে প্রাচীন?
ক. প্লাইস্টোসিন চত্ত্বর
খ. টারশিয়ারি পাহাড়
গ. মেঘনা প্লাবন সমভূমি
ঘ. ব্রহ্মপুত্র-যমুনা প্লাবন সমভূমি
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter