Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
সাধারন জ্ঞান


ভৌগোলিক অবস্থান এবং সীমানা
 
11. ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়?
ক. মেঘালয়
খ. আসাম
গ. ত্রিপুরা
ঘ. মণিপুর
উত্তরঃ
 
12. বাংলাদেশের উত্তরে অবস্থিত?
ক. নেপাল ও ভুটান
খ. পশ্চিমবঙ্গ, মেঘালায় ও আসাম
গ. পশ্চিমবঙ্গ ও কুচবিহার
ঘ. পশ্চিমবঙ্গ ও আসাম
উত্তরঃ
 
13. সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত?
ক. মেঘালয়
খ. আসাম
গ. নাগাল্যান্ড
ঘ. মণিপুর
উত্তরঃ
 
14. মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
ক. দক্ষিণ-পূর্ব
খ. উত্তর-পূর্ব
গ. পূর্ব
ঘ. পশ্চিম
উত্তরঃ
 
15. বাংলাদেশের মোট সীমানা কত?
ক. ৫১৩৮ কিলোমিটার
খ. ৫১৪০ কিলোমিটার
গ. ৫১৪৪ কিলোমিটার
ঘ. ৫১৫০ কিলোমিটার
উত্তরঃ
 

16. বাংলাদেশ সর্বমোট কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
ক. সত হাজার একশত আটত্রিশ কিলোমিটার
খ. সাত হাজার কিলোমিটার
গ. পাঁচ হাজার একশত আটত্রিশ কিলোমিটার
ঘ. পাঁচ হাজার কিলোমিটার
উত্তরঃ
 
17. বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য-
ক. ৪৭৯১ কিমি
খ. ৪৮০৫ কিমি
গ. ৫০৪০ কিমি
ঘ. ৪৫০০ কিমি
উত্তরঃ
 
18. বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য (জল ও স্থলসহ) কত?
ক. ৫৫০০ মাইল
খ. ৪৪২৪ মাইল
গ. ৩২২০ মাইল
ঘ. ২৯২৮ মাইল
উত্তরঃ
 
19. বাংলাদেশের স্থল সীমার দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক. ৫১১১
খ. ৪৪২৭
গ. ২৯৮০
ঘ. ৮২৫০
উত্তরঃ
 
20. বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত?
ক. ৬০০ কিলোমিটার
খ. ৬৫০ কিলোমিটার
গ. ৭১১ কিলোমিটার
ঘ. ৮০০ কিলোমিটার
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter