Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
গণিত


শতকরা
 
1. ১৫০ এর ১০% কত?
ক. ১.৫
খ. ১৫০
গ. ১০
ঘ. ১৫
উত্তরঃ
 
2. ৭৫ সংখ্যাটি কোন সংখ্যার ২৫%?
ক. ২০০
খ. ৩০০
গ. ১০০
ঘ. ৪০০
উত্তরঃ
 
3. ৩৭৫ এর ২০% = কত?
ক. ৭৫
খ. ৬২.০
গ. ৬০.০
ঘ. ৩৭.০
উত্তরঃ
 
4. কোন সংখ্যার ৭৫% = ৩।
ক.
খ. ১৬
গ.
ঘ.
উত্তরঃ
 
5. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?
ক. ২৫%
খ. ৩০%
গ. ৩২%
ঘ. ৪০%
উত্তরঃ
 

6. ২৪ সংখ্যাটি কোন সংখ্যার ৩২% এর সমান?
ক. ৬০
খ. ৬৫
গ. ৭০
ঘ. ৭৫
উত্তরঃ
 
7. ৮০জন ছাত্রের মধ্যে ৪৪ জন ফেল করলে পাসের হার কত?
ক. ৪৫%
খ. ৩০%
গ. ৫৫%
ঘ. ৪০%
উত্তরঃ
 
8. চিনির মূল্য ২০% কমে পেল কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
ক. ৫% কমলো
খ. ৫% বাড়লো
গ. ৪% কমলো
ঘ. ৪% বাড়লো
উত্তরঃ
 
9. ০.৪-কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
ক. ৮০%
খ. ৬০%
গ. ২০%
ঘ. ৪০%
উত্তরঃ
 
10. ৪৫০ এর ২২% = কত?
ক. ৬৬
খ. ৭৭
গ. ৮৮
ঘ. ৯৯
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter