Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
বাংলা


মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
 
21. ‘A search for identity’– বইটি কার লেখ?
ক. কবির চৌধুরী
খ. মেজর আবদুল জলিল
গ. মেজর রফিকুল ইসলাম
ঘ. সিরাজুল ইসলাম চৌধুরী
উত্তরঃ
 
22. ষোল খন্ডে বাংলাদেশ মুক্তিযুদ্ধের দলিলপত্র সংকলন ও সম্পাদনা করেন-
ক. হাসান হাফিজুর রহমান
খ. আহসান হাবীব
গ. এম. আর আখতার মুকুল
ঘ. কবীর চৌধুরী
উত্তরঃ
 
23. কার উদ্যোগে ‘বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ’ বিষয়ক দলিল সংগ্রহের প্রকল্প গৃহীত হয়েছিল?
ক. জিয়াউর রহমান
খ. আতাউল গণি ওসমানী
গ. তাজউদ্দীন আহমেদ
ঘ. সৈয়দ নজরুল ইসলাম
উত্তরঃ
 
24. ‘দ্য লিবারেশন অফ বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা-
ক. রফিকুল ইসলাম
খ. মেজর জেনারেল সুখাওয়ান্ত সিং
গ. রশীদ করিম
ঘ. কর্নেল সিদ্দিক মালিক
উত্তরঃ
 
25. কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস-
ক. চিলেকোঠার সিপাই
খ. আগুনের পরশমণি
গ. একাত্তরের দিনগুলি
ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তরঃ
 

26. নিচের কোন রচনাটি স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত?
ক. নন্দিত নরকে
খ. কুহক
গ. আগুনের পরশমণি
ঘ. দুই দুয়ারী
উত্তরঃ
 
27. ‘আগুনের পরশমণি’ উপন্যাসের উপজীব্য বিষয় কি?
ক. মুক্তিযুদ্ধ
খ. ভাষা আন্দোলন
গ. বঙ্গভঙ্গ আন্দোলন
ঘ. তেভাগা আন্দোলন
উত্তরঃ
 
28. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক. শঙ্খনীন কারাগার
খ. কাঁটাতারে প্রজাপতি
গ. জাহান্নাম হইতে বিদায়
ঘ. আর্তনাদ
উত্তরঃ
 
29. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক. শঙ্খনীল কারাগার
খ. জলাংগী
গ. খরাদাহ
ঘ. কাঁটাতারের প্রজাপতি
উত্তরঃ
 
30. নিচের কোনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
ক. সংশপ্তক
খ. ক্রীতদাসের হাসি
গ. চিলেকোঠার সেপাই
ঘ. একটি কালো মেয়ের কথা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter