Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
বাংলা


বিখ্যাত গল্প বা ছোটগল্প
 
1. ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনা সংকলন?
ক. রূপকথা
খ. ছোটগল্প
গ. গ্রাম্যগীতিকা
ঘ. রূপকথা-উপকথা
উত্তরঃ
 
2. ‘ইঁদুর’ কার বিখ্যাত ছোটগল্পের নাম?
ক. হুমায়ুন আহমেদ
খ. শহীদুল জহির
গ. সোমেন চন্দ
ঘ. হাসান আজিজুল হক
উত্তরঃ
 
3. ‘একাত্তরের যীশু’ গল্পটির রচয়িতা কে?
ক. শাহরিয়ার কবির
খ. সেলিম আল দীন
গ. মামুনুর রশীদ
ঘ. সৈয়দ শাসুল হক
উত্তরঃ
 
4. ‘ডাকহরকরা’ গল্পটির রচয়িতা কে?
ক. রঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ
 
5. বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি?
ক. কাব্য
খ. ছোটগল্প
গ. নাটক
ঘ. উপন্যাস
উত্তরঃ
 

6. ‘জিবরাঈলের ডানা’ গল্পের রচয়িতা কে?
ক. মিন্নাত আলী
খ. শাহেদ আলী
গ. আবু রুশদ
ঘ. বন্দে আলী মিয়া
উত্তরঃ
 
7. ‘ঠাকুরমার ঝুলি’ কার লেখা?
ক. সুকুমার রায়
খ. লালবিহারী দে
গ. দীনেশচন্দ্র সেন
ঘ. দক্ষিণারঞ্জন মিত্র
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter