Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
বাংলা


ধাতু, প্রকৃতি এবং প্রত্যয়
 
31. ‘গমন’ শব্দের মূল ধাতু কোনটি?
ক. গতি
খ. গত
গ. গম্য
ঘ. গম্
উত্তরঃ
 
32. ‘দর্শনীয়’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. দৃশ্‌+অনীয়
খ. দৃশ্য+অনীয়
গ. দৃশ্য+নীর
ঘ. দৃশ+নীয়
উত্তরঃ
 
33. ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. দুল্‌+না
খ. দোল্‌+না
গ. দোল্‌+অনা
ঘ. দোলনা+আ
উত্তরঃ
 
34. ‘নায়ক’ শব্দের কৃৎপ্রত্যয় হচ্ছে-
ক. নিঃ+অক
খ. নী+অক
গ. ণী+অক
ঘ. √ণী+ণক
উত্তরঃ
 
35. ‘গায়ক’ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. √গিঃ+অক
খ. √গায়+নক
গ. √গৈঃ+ণক
ঘ. √গৈ+ণক
উত্তরঃ
 

36. ‘পাঠক’ শব্দের যথার্থ প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. √পাঠ+অক
খ. √পঠ্+অক
গ. √পা+ঠক
ঘ. √পঠ+টক
উত্তরঃ
 
37. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. ঠগী
খ. পানসে
গ. পাঠক
ঘ. সেলামী
উত্তরঃ
 
38. ‘নয়ন’ শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয়-
ক. নী+অন
খ. নে+অন
গ. নৌ+অন
ঘ. নয়+ন
উত্তরঃ
 
39. বক্তব্য-এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. √বক+তব্য
খ. √বক+অব্য
গ. √বক্ত+ব্য
ঘ. √বচ্‌+তব্য
উত্তরঃ
 
40. ‘বাঁধ্‌+অন=বাঁধন’ কোন শব্দ?
ক. কৃদন্ত শব্দ
খ. তদ্ধিতান্ত শব্দ
গ. ধনাত্মক শব্দ
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter