Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
বাংলা


বাগধারা এবং প্রবাদ-প্রবচন
 
31. ‘ঊনকোটি চৌষট্টি’ এ বাগধারার অর্থ হলো-
ক. অপদার্থ
খ. পাগলামি
গ. অপব্যয়ী
ঘ. প্রায় সম্পূর্ণ
উত্তরঃ
 
32. ‘ঊনপঞ্চাশ বায়ু’ বাগধারাটির অর্থ কি?
ক. ঘৃণা
খ. বিরক্তি
গ. বদমেজাজ
ঘ. পাগলামি
উত্তরঃ
 
33. ‘ঊনপাঁজুরে’ বাগধারাটির অর্থ কি?
ক. সৌভাগ্যবান
খ. হতভাগ্য
গ. সুসময়
ঘ. এর কোনোটিই নয়
উত্তরঃ
 
34. ‘ঊনপাঁজুরে’ শব্দের অর্থ-
ক. সৌভাগ্যবান
খ. লোভী
গ. কর্মঠ
ঘ. দুর্বল
উত্তরঃ
 
35. কোন বাগধারাটি ‘দুর্বল’ অর্থ প্রকাশক-
ক. অকাল কুস্মাণ্ড
খ. গোবর গণেশ
গ. ঊনপাঁজুরে
ঘ. কূপমণ্ডুক
উত্তরঃ
 

36. ‘একাদশে বৃহস্পতি’ কী?
ক. প্রবাদ
খ. বাগধারা
গ. সমস্তপদ
ঘ. ব্যাসবাক্য
উত্তরঃ
 
37. ‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?
ক. সৌভাগ্যের বিষয়
খ. আশার কথা
গ. মজা পাওয়া
ঘ. আনন্দের বিষয়
উত্তরঃ
 
38. ‘একাদশে বৃহস্পতি’ অর্থ-
ক. সুসময়
খ. দুঃসময়
গ. অলীক বস্তু
ঘ. শেষ রক্ষা
উত্তরঃ
 
39. সৌভাগ্যের বিষয় কোন বাগধারাটি দ্বারা বোঝানো হয়েছে?
ক. কাঁচা পয়সা
খ. কেঁচো খুঁড়তে সাপ
গ. একাদশে বৃহস্পতি
ঘ. এসপার ওসপার
উত্তরঃ
 
40. ইঁদুর কাপালে-
ক. নিতান্ত মন্দ ভাগ্য
খ. অনধিকারের অধিকার
গ. ভাগ্যাহত
ঘ. ভাগ্যহীন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter