Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
বাংলা


বাগধারা এবং প্রবাদ-প্রবচন
 
1. ‘অন্তর টিপুনী’ বাগধারাটির অর্থ কি?
ক. বিপদ
খ. গভীর
গ. গোপন ব্যথা
ঘ. হিংসা
উত্তরঃ
 
2. ‘অন্ধকার দেখা’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক. দুর্লভ বস্তু
খ. হতবুদ্ধি
গ. দৃষ্টি শক্তিহীন
ঘ. স্বার্থে আঘাত লাগা
উত্তরঃ
 
3. ‘অর্ধচন্দ্র’ এর অর্থ-
ক. গলাধাক্কা দেয়া
খ. অমাবস্যা
গ. দ্বিতীয়ত
ঘ. কাস্তে
উত্তরঃ
 
4. ‘অরণ্যে রোদন’ কথাটির অর্থ কী?
ক. অবিরাম কান্না
খ. ছিঁদকাঁদুনে
গ. বৃথা চেষ্টা
ঘ. বারংবার চেষ্টা করা
উত্তরঃ
 
5. নিচের বাক্যসমূহের মধ্যে কোনটি বিশিষ্টার্থক বাক্যযুক্ত নির্দেশ করুন-
ক. বাংলাদেশীরা আলস বলে পরিচিত
খ. ঘাড়ে কিলিয়েও ওকে দিয়ে কাজ করাতে পারবে না
গ. সমুদ্রে লোনা পানির ঢেউ উঠেছে
ঘ. বুড়ীর নাতিটা ঠিল অন্ধের যষ্ঠি, সেও মারা গেল
উত্তরঃ
 

6. নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমাচ্যবাচক?
ক. অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম
খ. আকাশে তোলা, আষাঢ়ে গল্প
গ. অহিনকুল সম্বন্ধ, আদায় কাঁচকলায়
ঘ. অগ্নিপরীক্ষা, অদৃষ্টের পরিহাস
উত্তরঃ
 
7. ‘আদিখ্যেতা’ বাগধারাটির অর্থ কি?
ক. মারা যাওয়া
খ. না জেনে কিছু করা
গ. অপদার্থ
ঘ. ন্যাকামি
উত্তরঃ
 
8. ‘আগড়ম বাগড়ম’ বাগধারা অর্থ-
ক. সুন্দর কথা
খ. প্রচুর কথা
গ. রাগের কথা
ঘ. অর্থহীন কথা
উত্তরঃ
 
9. ‘আক্কেল সেলামি’-এর প্রকৃত অর্থ কোনটি?
ক. অত্যন্ত বৃদ্ধিমান
খ. অতি চালাক
গ. হাঁদরাম
ঘ. নির্বুদ্ধিতার দণ্ড
উত্তরঃ
 
10. ‘আকাশ ভেঙ্গে পড়া’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক. মন্দভাগ্য
খ. আশ্চয হওয়া
গ. হঠাৎ বিপদ হওয়া
ঘ. কঠিন পরীক্ষা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter