Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
বাংলা


বাংলা ভাষা
 
81. ‘পার হইয়া’- এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তরিত করলে কি হবে?
ক. পার হয়ে
খ. পারায়ে
গ. পেরিয়ে
ঘ. পার হইয়ে
উত্তরঃ
 
82. ভাষা প্রকাশের মাধ্যম কয়টি?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তরঃ
 
83. ‘উহা’ কোন রীতির শব্দ?
ক. সাধু
খ. চলিত
গ. উভয় রিতির
ঘ. আঞ্চলিক
উত্তরঃ
 
84. ‘যে কথা একবার জমিয়ে বলা গিয়াছে, তাহার পর তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না।’ --- চলতি ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি?
ক.
খ.
গ.
ঘ.
উত্তরঃ
 
85. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি?
ক. বৈষ্ণব পদাবলী
খ. দোহা কোষ
গ. মঙ্গল কাব্য
ঘ. চর্যাপদ
উত্তরঃ
 

86. চর্যাপদ হলো মূলত-
ক. গানের সংকলন
খ. কবিতার সংকলন
গ. প্রবন্ধের সংকলন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ
 
87. বাংলাভাষায় সবচেয়ে পুরোনো যে পুথির সন্ধান পাওয়া গেছে তার নাম কি?
ক. বৈষ্ণব পদাবলী
খ. চর্যাপদ
গ. পুঁথি সাহিত্য
ঘ. বাউল সঙ্গঢু
উত্তরঃ
 
88. উপভাষা (Dialect) কোনটি?
ক. সাহিত্যের ভাষা
খ. পাঠ্যপুস্তকের ভাষা
গ. অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
ঘ. লেখ্য ভাষা
উত্তরঃ
 
89. বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?
ক. ভারতীয়
খ. অস্ট্রেলীয়
গ. ইন্দো-ইরানীয়
ঘ. ইন্দো-ইউরোপীয়
উত্তরঃ
 
90. আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
ক. প্রাচীন ভারতীয় আর্যভাষা
খ. মধ্যভারতীয় আর্যভাষা
গ. নব্যভারতীয় আর্যভাষা
ঘ. সংস্কৃত ভাষা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter