Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
বাংলা


বাংলা ভাষা
 
61. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
ক. বিশেষ্য ও বিশেষণ
খ. ক্রিয়া ও সর্বনাম
গ. বিশেষ্য ও ক্রিয়া
ঘ. বিশেষণ ও ক্রিয়া
উত্তরঃ
 
62. লেখ্য ভাষার রূপ দুটির নাম কি?
ক. সাধু ও আঞ্চলিক
খ. সাধু ও চলিত
গ. চলিত ও আঞ্চলিক
ঘ. আঞ্চলিক ও আন্তর্জাতিক
উত্তরঃ
 
63. বাংলা ভাষায় কতটি যতি চিহ্নের প্রচলন রয়েছে?
ক. ১০টি
খ. ১১টি
গ. ১২টি
ঘ. ১৩টি
উত্তরঃ
 
64. ‘একদা মরণ-সমুদ্রের বেলাভূমিতে দাঁড়াইয়া কোন এক আরবীয় সাধক বলিয়াছিলেন’ -- এ বাক্যাংশটি কোন রীতিতে লিখিত?
ক. চলিত রীতি
খ. সাধু রীতি
গ. মিশ্র রীতি
ঘ. বিদেশী রীতি
উত্তরঃ
 
65. ‘তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মণিষী-বাক্যেই তো জীবম্মৃত যুবসমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে।’ চলিত রীতিতে লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা-
ক. সাত
খ. নয়
গ. আট
ঘ. দশ
উত্তরঃ
 

66. সর্বনাম ও ক্রিয়া ভাষার কোন রীতি পরিবর্তনশীল?
ক. সাধু রীতি
খ. আঞ্চলিক রীতি
গ. চলিত রীতি
ঘ. কথা রীতি
উত্তরঃ
 
67. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?
ক. শ্রীকৃষ্ণ বিজয়
খ. চর্যাপদ
গ. শূন্যপূরাণ
ঘ. শ্রীকৃষ্ণ কীর্তন
উত্তরঃ
 
68. বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদসংখ্যা-
ক. ৪৬ টি
খ. সাড়ে ৪৬টি
গ. ৪৯টি
ঘ. ৫০টি
উত্তরঃ
 
69. চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?
ক. ১০ নং পদ
খ. ১৬ নং পদ
গ. ১৮ নং পদ
ঘ. ২৩ নং পদ
উত্তরঃ
 
70. 'আপনা মাংসে হরিণা বৈরী'- লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?
ক. লোক সাহিত্য
খ. ব্রজবুলি
গ. চর্যাপদ
ঘ. বৈষ্ণব গীতিকা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter