Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
বাংলা


বাংলা ভাষা
 
41. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
ক. লুইপা
খ. শবরপা
গ. ভুসুকুপা
ঘ. কাহুপা
উত্তরঃ
 
42. হরপ্রসাদশাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করেন?
ক. ১৯০৭ সালে
খ. ১৯০৯ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯২৩ সালে
উত্তরঃ
 
43. শবর পা কে ছিলেন?
ক. আদি সিদ্ধাচার্য
খ. চর্যাকর
গ. শবরীর পতি
ঘ. হস্তীবিশারদ
উত্তরঃ
 
44. ড. হরপ্রসাদ শাস্ত্রী উদ্ধার করেন--
ক. চর্যাপদ
খ. ডাকার্ণব
গ. দোঁহাকোষ
ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ
 
45. চর্যাপদের ভাষায় কোন ভাষাটির প্রভাব দেখা যায়?
ক. অসমীয়া
খ. উড়িয়া
গ. মৈথিলী
ঘ. কোল ভাষা
উত্তরঃ
 

46. চর্যাপদে কতটি প্রবাদবাক্য পাওয়া যায়?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
উত্তরঃ
 
47. কোন ভাষারীতির কোন ধরাবাধা নিয়ম নেই?
ক. আঞ্চলিক/উপভাষা
খ. সাধুভাষা
গ. চলিত ভাষা
ঘ. পালি ভাষা
উত্তরঃ
 
48. কোনটি চলিত ভাষর বৈশিষ্ট্য নয়?
ক. ক্রিয়াপদের সঙ্কুচিত রূপ ব্যবহৃত হয়
খ. তদ্ভব, অর্ধতৎসম, দেশি ও বিদেশী শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি
গ. তৎসম শব্দের প্রয়োগ বেশী
ঘ. সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়
উত্তরঃ
 
49. বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি?
ক. বিশেষ্য ও সর্বনাম এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
খ. বিশেষ্য ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
গ. সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
ঘ. সর্বনাম ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
উত্তরঃ
 
50. নিচের কোনটি সাধু রীতির উদাহরণ?
ক. আমি তার সাথে দেখা করলাম
খ. সে গতকাল ঢাকা গিয়েছিল
গ. মিনা তাহাকে দেখিয়াছে
ঘ. সেদিন তারা গেল
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter